তুফান উদদীনঃ কুষ্টিয়া ডিবি পুলিশের মাদক সফল অভিযানের ১৬ বোতল ফেনসিডিল সহ সফের আলী (৩৮) নামের একজন আজ ০৫/১১/২৩ ইংরেজি তারিখ বিকাল আনুমানিক ৫:৪০ মিনিটে আটক হয়েছে।

আটক কৃত সাফের আলী দৌলতপুর থানার চামনাই এলাকার মৃত শামসুদ্দীন মন্ডলের ছেলে।

কুষ্টিয়া ডিবি পুলিশের ওসি জানান,আমরা একটি গোপন সংবাদ পেলে তাৎক্ষণিক সেখানে অভিযান চালিয়ে ১৬ বোতল ফেনসিডিল সহ সফের আলীকে আটক করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।