আমিন হাসানঃ ২১ অক্টোবর ২০২৩ : কুষ্টিয়ার তিন আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেন বিএনপির নেতাকর্মীরা এখন মাঠে ময়দানে ভুলভাল বক্তব্য দিচ্ছে, যা আওয়ামীলীগ কখনও চিন্তিত নয়। বিএনপি দল হচ্ছে আর্ন্তজাতিক ভাবে সন্ত্রাসী দল, সেটা প্রমান করেছে কানাডার ফেডাল ও মার্কিন কোর্টে ৩-৪ টা মামলায় সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করেছেন। দেশে রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে লুটপাঠ ও সন্ত্রাসীর কার্যক্রম করেছে। আজ সকালে কুষ্টিয়া শিল্পকলা একাডেমী মিলনায়তনে ইন ফিউচার কুষ্টিয়া ইয়ুথ আইচ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহনে আয়োজিত এক সেমিনারে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিএনপির আন্দোলন বিষয়ে বলেন হানিফ বলেন আন্দোলন করে আওয়ামীলীগ সরকারকে পতন করতে পারবে না। বিএনপি এখন দিবা স্বপ্ন দেখছেন, এ স্বপ্ন কখন পূরণ হবে না। বিএনপি সরকার পতনের ক্ষমতা তাদের নেই। দেশের জনগণের উপর আস্তা না রেখে বিদেশী গায়েবী শক্তির উপর ভরসা করে সরকার পতন করতে চায় তাদের মুখে আখ বারংবার কথা মানায় না।
২৮ অক্টোবর কেন বহু অক্টোবরই সরকারের পতনের কথা বলে যাচ্ছে কিন্তু করতে পারছে না। আওয়ামীলীগ সরকার সংবিধান অনুযায়ী নির্বাচন হবে এবং দ্বাদশ নির্বাচনে অংশগ্রহণ করে রাষ্ট্রক্ষমতায় আবারও আসবে। কোন বিদেশী শক্তি দিয়ে আওয়ামীলীগ সরকারকে পতন ঘটনানো যাবে না, নির্বাচন বন্ধ করা যাবে না।
এ সময় জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক মাযহারুল আলম সুমন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, আওয়ামীলীগ নেতা ব্যারিষ্টার গৌরব চাকী প্রমুখ উপস্থিত ছিলেন।