এ এইচ এম আবদুর রকিব, বিপিএএ, বিপিএম, পিপিএম (বার), পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল কুষ্টিয়া স্যারের তত্ত্বাবধানে, অফিসার ইনচার্জ ভেড়ামারা থানা কুষ্টিয়ার নেতৃত্বে এসআই মোঃ জাভেদ পারভেজ, এ এস আই মোঃ শাহিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ইং-১৯/১০/২০২৩ তারিখ ভেড়ামারা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানাধীন কাজীহাটা বাজারপাড়া সাকিনস্থ পলাতক আসামি মোঃ কামাল হোসেন (৪৩), মোঃ জারমান আলী এর বসতবাড়ির প্রবেশ পথের টিনের গেটের সামনে থেকে আসামির ফেলে যাওয়া একটি প্লাস্টিকের বাজারের ব্যাগের মধ্যে হতে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় পলাতক আসামি মোঃকামাল হোসেনের বিরুদ্ধে ভেড়ামারা থানার মামলার নাম্বার ১০ তারিখ ১৯/১০/২০২৩ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১৪(খ) রুজু করা হয়।আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।