২০.১০.২০২৩:কুষ্টিয়ার হরিপুরে পদ্মানদীতে অবৈধ বালু উত্তোলনের খবর সংগ্রহ করে গিয়ে সন্ত্রাসীদের তোপের মুখে পড়েন কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য চার সাংবাদিক নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের স্টাফ রিপোর্টার জাহিদুজ্জামান, চ্যানেল টোয়েন্টিফোর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শরীফ বিশ্বাস, বাংলাভিশনের হাসান আলী ও এনটিভির সাবিনা ইয়াসমীন শ্যামলী। সন্ত্রাসীরা গুলি চালিয়ে, নৌকা ডুবিয়ে দিয়ে ও অপহরণ করে সাংবাদিকদের হত্যার চেষ্টা চালায়। তারা একটি ভিডিও ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।এ ঘটনার তীব্র নিন্দা জানান কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন। সংগঠনের সকল সদস্যদের পক্ষ থেকে বিবৃতিতে সভাপতি জাহিদুজ্জামান ও সাধারণ সম্পাদক শরীফ বিশ্বাস বলেন, একেতো উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে, তারওপর সাংবাদিকদের হত্যা করার চেষ্টা করে চরম অপরাধ করেছেন সন্ত্রাসীরা। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার এবং ছিনিয়ে নেয়া ক্যামেরা ও মোবাইল উদ্ধারের দাবি জানান সংগঠনের নেতারা।

 

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ জানান,জাহিদুজ্জামান নামের একজন সাংবাদিক আমাদের কাছে লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে মূলত আমরা আজকে জানতে পেরেছি যে তারা আজকে বালু উত্তোলন করছে মূলত বালু উত্তোলনের বিরুদ্ধে প্রতিদিনি ম্যাজিস্ট্রেটটের নেতৃত্বে অভিযান চলছে এবং যখনই অভিযান চলে তখনই তারা বন্ধ রাখে হয়তো গোপনীয় ভাবে তুলতে পারে যেটা আপনাদের অভিযানে আজকে স্পষ্ট হয়েছে বিষয়টি আর আপনারা যে অভিযোগটি দিয়েছেন আপনাদের সাংবাদিকদের কাজে বাধা দিয়েছে এবং আপনাদের কিছু সময়ের জন্য অবরুদ্ধ করে রেখে দিয়েছিল এ বিষয়ে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি অবশ্য আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।