আমিন হাসানঃ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
১। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় অদ্য ১৫ অক্টোবর ২০২৩ খ্রিঃ ১১.৫০ ঘটিকায় র‌্যাব-১২’র সিপিসি-১, কুষ্টিয়া কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন পিয়ারপুর গ্রামে’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৮৫ বোতল ফেনসিডিল এবং ০২ কেজি গাঁজা সহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এছাড়াও তার সাথে থাকা মাদক দ্রব্য ফেনসিডিল ও গাঁজা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল, ০১টি সিম কার্ড, ০১টি মটর চালিত ভ্যান ও নগদ ১৬৯৫/-টাকা জব্দ করা হয়।
২। গ্রেফতারকৃত মোঃ মাসুদ রানা (৩৮), পিতা-মোঃ মারফত মন্ডল, সাং-লক্ষীনারায়নপুর বিলধলা, থানা-গাংনী, জেলা-মেহেরপুর ।
৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে কুষ্টিয়া জেলার বিভিন্ন থানা এলাকায় তার ব্যবহৃত মোবাইল ফোনে ও মটর চালিত ভ্যানের মাধ্যমে মাদক ফেনসিডিল এবং গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিলো।
৪। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।