এম এ শাহিন হোসেন: মানব প্রেম জাগ্রত হোক সকলের তরে, সুস্থ থাকি সকলে মিলে মিশে” স্লোগানকে সামনে রেখে নিয়মিত সামাজিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
কুষ্টিয়ার কুমারখালীর হাজী কিয়ামত বিশ্বাস -গেদিরন নেছা বালিকা এতিমখানায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় ‌। সকাল ৮ টা থেকে দুপুর পর্যন্ত এতিমখানা ভবনের নিচতলায় দুটি রুমে প্রায় শতাধিক রুগীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন কিশোরগঞ্জ শহীদ নজরুল ইসলাম মেডিকেল কলেজের লেকচারার এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) ডাক্তার আয়েশা আনোয়ার শ্যামা ও কিশোরগঞ্জ শহীদ নজরুল ইসলাম মেডিকেল কলেজের লেকচারার এমবিবিএস বিসিএস ( স্বাস্থ্য) ডাক্তার ইমতিয়াজ মাহমুদ।
নিবিড় পর্যবেক্ষণের মধ্যে শিশু, নারী, পুরুষের চিকিৎসা সেবা প্রদান করেন তারা।
হাজী কিয়ামত বিশ্বাস -গেদিরন নেছা বালিকা এতিমখানা ও হাজী কিয়ামত বিশ্বাস -গেদিরন নেছা শিশু পরিবারের সমন্বয়ক কুমারখালী সরকারি কলেজের বাংলা বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক সমাজকর্মী জিল্লুর রহমান মধু জানান এখানে চিকিৎসা নিতে আসা আগত প্রত্যেক রুগীকে নাস্তা ও বিনামূল্যে চিকিৎসা সহ ঔষধ দেওয়া হয়।
দুর দূরান্ত থেকে রুগীরা সকাল থেকেই এসে ভীড় জমায় চিকিৎসা নিতে আসা কয়েকজন রুগীর সাথে কথা বলে জানা যায় এখানকার ডাক্তারদের চিকিৎসার ধরনটা অনেক ভালো।
এই এতিমখানায় মোট ২১৭ জন এতিম বালিকা রয়েছেন তাদের পড়ালেখার জন্য ৪ জন শিক্ষক, নামাজের জন্য একজন ঈমাম,
বাবুর্চি ২ জন সহ কর্মচারী রয়েছেন ৪ জন।
এতিমখানাটির সার্বিক কার্যক্রমের দায়িত্বে রয়েছেন নর এনজিও। দাতা সংস্থা কাতার চ্যারিটি। অত্যন্ত সৌন্দর্যে ঘেরা এই এতিমখানাটির সামনে স্কুল এন্ড কলেজ,মসজিদ ও হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বলে জানা গেছে।
সমাজ সেবা যেজন করে পা বাড়ালেই পূর্ণ বাড়ে।এই এতিমখানাটির জন্য কয়েক একর জমি বিনা মূল্যে দান করেছিলেন হাজী কিয়ামত আলী বিশ্বাস -গেদিরন নেছা কল্যাণ ট্রাস্ট।
পথ চলা হোক জীবনের জন্য মানুষের কল্যাণে, মানবিক মানবতা ছড়িয়ে পড়ুক সবখানে সকলের মাঝে।