উওম কুমার জেলা প্রতিনিধিঃ গোমস্তাপুরে আসন্ন শারদীয় দূর্গাপূজা-২০২৩ উদযাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন অতিরিক্ত পুলিশ সুপার, গোমস্তাপুর সার্কেল মোঃ রাকিবুল ইসলাম।
সোমবার (৯ অক্টোবর) বিকেলে ৫ টায় গোমস্তাপুর থানার আয়োজনে রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্র উপজেলার সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধিদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল মোঃ রাকিবুল ইসলাম, এতে আরো উপস্থিত ছিলেন, রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ নাজমুল হক, সহকারী পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল বারীসহ সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধিরা।
প্রধান অতিথি মোঃ রাকিবুল ইসলাম সবাইকে সামাজিক সম্প্রীতি বজায় রেখে এবারের শারদীয় দুর্গা উৎসব পালনের আহবান জানান।