মোঃ রবিউল ইসলাম হৃদয় : কুষ্টিয়ায় শহরের চৌরহাস এলাকায় পারিবারিক বিরোধে পূর্ব শত্রুতার জের ধরে মোঃ রনি (৩৫) নামের এক যুবকের উপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৭ টার সময় কুষ্টিয়া সদর থানাধীন চৌড়হাস (সদর আশ্রায়ন প্রকল্প) এলাকায় এই ঘটনা ঘটে।
হামলাকারীরা হলেন চৌরহাস সদর আশ্রয়ন প্রকল্প এলাকার মোঃ আঃ হাকিমের ছেলে হৃদয় হোসেন ওরফে শাহাবুদ্দিন (৪০), হৃদয়ের স্ত্রী মোছাঃ রুপা খাতুন (৩৫), ও চৌড়হাস কলোনী পাড়া এলাকার
অরুনের ছেলে তুষার হোসেন (২৫)। এবিষয়ে আহত রনির স্ত্রী বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
এজাহার সুত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে ২৯/০৯/২০২৩ খ্রিঃ তারিখ সন্ধ্যা অনুমান ০৭.০০ ঘটিকার সময় রনি বাজার থেকে বাড়ী ফেরার পথে কুষ্টিয়া মডেল থানাধীন চৌড়হাস (সদর আশ্রায়ন প্রকল্প) এলাকায় পৌছাইলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা উক্ত আসামীরা সহ অজ্ঞাতনামা কয়েকজন বেআইনী জনতাবদ্ধে হাতে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রনির গতিরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় রনি আসামীদের গালিগালাজ করতে নিষেধ করিলে তাদের হাতে থাকা ধারালো হাসুয়া দিয়ে রনির মাথায় হত্যার উদ্দেশ্যে কোপ মারিয়া রক্তাক্ত গুরুতর কাটা জখম করে। তারপর তাদের হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে রনির সারাশরীরে এলোপাথাড়ীভাবে মারপিট করে নীলা ফোলা জখম করে। স্থানীয় লোকজন এগিয়ে আসিলে উক্ত আসামীরা রনিকে প্রাননাশের হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন রনিকে উদ্ধার করে পথচলতি ইজিবাইক যোগে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কুষ্টিয়ায় চিকিৎসার জন্য ভর্তি করে।