মোঃ রবিউল ইসলাম হৃদয় : কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দুর্বাচারা গ্রামে বাড়ি-ঘর ও দোকানপাট ভাংচুর করে গুলি বর্ষন করার অভিযোগে ১৪ জনকে গ্রেফতার করেছে ইবি থানা পুলিশ।
এঘটনায় ০৩ রাউন্ড পিস্তলের তাজা গুলি, ০৪ রাউন্ড পিস্তলের গুলির খোসা ও ০৫ টি লাল কসটেপ দ্বারা মোড়ানো ককটেল জাতীয় বিষ্ফোরিত বোমার অংশ বিশেষ ০২ টি চাইনিজ কুড়াল, ১৩ টি ধারালো রামদা, ০২ টি হেমার,০১ টি ছোট হাতুড়ি, ২৭ টি শড়কি, ০৪ ব্যাগ ইটের খোয়া,০৪ টি বাঁশের লাঠি, ১০টি বেতের ঢাল উদ্ধার করেছে পুলিশ।
আটককৃত আসামীরা হলেন উজানগ্রাম দূর্বাচারা (দাসপাড়া) শ্যামপুর এলাকার জোয়াদ আলী বিশ্বাসের ছেলে সামছুল আলম (৪০),সুকুমার কুমার দাসের ছেলে সুজন দাস (২৬), মৃত দলু মুন্সির ছেলে মুন্সি একব্বার আলী (৬৩), বরইটুপি এলাকার মৃত ইদবার মোল্লার ছেলে মাহমুদ আলী মোল্লা (৪২), দূর্বাচারা এলাকার মৃত ইউসুফ আলী মোল্লার ছেলে মোলাম মোল্লা (৫৫), মৃত সাদ আলীর ছেলে লিয়াকত মন্ডল (৪৫), রশিদ মোল্লার ছেলে মেহেদী হাসান (১৫), বরইটুপি এলাকার মৃত হারান শেখের ছেলে মোঃ নিকবার (৫৬), লক্ষীপুর এলাকার মৃত হোসাইন বাবুলের ছেলে ইমরান (৩৭),বরইচারা এলাকার মৃত শহিরুল মুন্সির ছেলে মোঃ মিরাজ মুন্সি (৩৮),বাহারুল মোল্লার ছেলে মোঃ রেন্টু মোল্লা (২৮), জিল্লুর রহমানের ছেলে মোঃ ইসান আলী (২৫), নজরুল ইসলামের ছেলে পলাশ হোসেন (২৩),
মৃত আঃ লতিফের ছেলে মোঃ শহিদ হোসেন (৩২)।
এলাকাবাসী সুত্রে জানা যায়, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০ টার সময় আধিপত্য বিস্তার নিয়ে দূর্বাচারা এলাকায় দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পরে কয়েকজনের বাড়িঘর ও দোকানপাট ভাংচুর শুরু করে দেয়। সংঘর্ষের এক পর্যায়ে গুলি বর্ষন শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইবি থানা পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌছালে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়৷ পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেন এবং অভিযান করে ১৪ জনকে আটক করেন।
এবিষয়ে কুষ্টিয়া ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আন্নুর জায়েদের সাথে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করা হলে তিনি জানান, গত রাতে দূর্বাচারা এলাকায় বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর ও লুটপাট করা হয়েছে। কয়েক রাউন্ড গুলিও ছুড়েছে দূর্বৃত্তরা। এঘটনায় ১৪ জনকে আটক করা হয়েছে এবং কয়েক রাউন্ড গুলি, গুলির খোসা সহ দেশী অস্ত্র উদ্ধার করা হয়েছে। আরও আসামীদের আটকের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে৷ আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে ।