স্টাফ রিপোর্টারঃ কুষ্টিয়ার কুমারখালী দক্ষিণাঞ্চলীয় মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন ২৩ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হয়েছে। পরিষদের নির্বাহী কমিটির তিনটি পদে প্রথমবারের মত নির্বাচনে দুইটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। প্যানেল দুটি হচ্ছে সভাপতি আব্দুল লতিফ-সেক্রেটারি আব্দুর রাজ্জাক-সাংগঠনিক সম্পাদক মুনছুর আলী এবং অন্য প্যানেল সভাপতি আবু নইম মিয়া-সেক্রেটারি বজলুর রহমান-সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন সবুজ। সকাল নয়টা থেকে দুপুর তিনটা পর্যন্ত উপজেলার চৌরঙ্গী মাধ্যমিক বিদ্যালয়ে বিরতিহীন ভাবে ভোট গ্রহন করা হয়। উৎসবমূখর পরিবেশে ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৩৬৮ জন ভোটারের মধ্যে ২৮ জন ভোটার ভোট প্রদান থেকে বিরত ছিলেন। ৩৪০ জন ভোটার তাদের ভোট প্রদান করেন।
নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব সামসুজ্জামান ঝন্টু ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, ১০টি ভোট বাতিল হয়েছে। সভাপতি পদে ২২৬ ভোট পেয়ে বিজয়ী হন মধুপুর কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ আব্দুল লতিফ। পরাজিত সভাপতি প্রার্থী গোবরা চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নইম মিয়া পান ১১০ ভোট। সেক্রেটারি পদে যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রহমান ১৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। পরাজিত সেক্রেটারি পদের প্রার্থী জোতমোড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক পান ১৫৭ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে কুশলীবাসা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুনছুর আলী ১৮০ ভোট পেয়ে বিজয়ের মালা গলায় দেন। পরাজিত সাংগঠনিক সম্পাদক পদে মীরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাহাবুদ্দিন সবুজ পেয়েছেন ১৫৬ ভোট। উক্ত ফলাফলের ভিত্তিতে পুরো প্যানেল বিজয়ী না হওয়াই ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়। বহু প্রত্যাশিত এই নির্বাচনে পুলিশ প্রশাসন সহায়তা করেছেন।