ধর্মনিরপেক্ষ বাংলাদেশ তৈরিতে জামাত শিবিরের রাজনীতি চিরতরে নিষিদ্ধ চাই: কাজী মুকুল (কেন্দ্রীয় সাধারণ সম্পাদক)
ধর্মনিরপেক্ষ মানবিক সমাজ গড়ে তুলতে এবং ধর্মের নামে জামাত শিবির চক্রের সন্ত্রাসী রাজনীতি নিষিদ্ধ করার লক্ষ্যে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীর হল রুমে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে ০৯/০৯/২০২৩ ইং তারিখ বিকেল ৫ ঘটিকার সময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় কুষ্টিয়া জেলা ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক এ্যাড সাইফুর রহমান সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সমাজকর্মী কাজী মুকুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় নেতা,শহীদ সন্তান নাট্যজন আসিফ মুনীর।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ধর্ম নিরপেক্ষ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছে।
আজকে এই আন্দোলন সারাদেশে ছড়িয়ে গেছে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে। আমরা মুক্তিযুদ্ধের চেতনার এবং বঙ্গবন্ধুর দর্শন থেকে পিছিয়ে গেছি। আগামী নির্বাচনে আমাদের আওয়ামী লীগের সাথে থাকতে হবে ১৪ দলের সাথেই থাকতে হবে। ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে আমাদের তরুনদের পাশে নিতে হবে।
তিনি আরও বলেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির একটাই দাবি ধর্মনিরপেক্ষ বাংলাদেশ তৈরি করতে হবে, জামাত-শিবিরের রাজনীতি চিরতরে নিষিদ্ধ করতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন,কুষ্টিয়া জেলা, মিরপুর উপজেলা শাখা ঘাতক দালাল নির্মুল কমিটির আহ্বায়ক আশরাফুল ইসলাম(চেয়ারম্যান), যুগ্ম আহ্বায়ক রুহুল আলম ও ইব্রাহীম খলিল। কুষ্টিয়া জেলা কমিটির সহ-সভাপতি অধ্যাপক ড:বাকী বিল্লা বিকুল, সহ-সভাপতি কারশেদ আলম ও সাবেক ছাত্র নেতা তুষার, সহ-সভাপতি ও আইনজীবী সুরক্ষা আন্দোলনে, কুষ্টিয়া বার ইউনিটের সিনিয়র সদস্য অ্যাড. সোহেলী পারভীন ঝুমুর, সহসভাপতি ও কুষ্টিয়া ফিল্ম সোসাইটির সভাপতি অ্যাড. নাজমুন নাহার, যুগ্ম সাধারন সম্পাদক আইনজীবী ওয়াকিবুল ইসলাম লিপসন, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুস সবুর,দপ্তর সম্পাদক পার্থ দে, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, সউদ আবদুল্লাহসহ প্রমুখ।

Previous articleদৌলতপুরে হারেজ উদ্দিন সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি প্রদান
Next article৭১’ এর ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে কুষ্টিয়ায় মুক্তিযুদ্ধের চেতনায় অভিযাত্রা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত