বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ কুষ্টিয়া জেলা শাখার নতুন কমিটি ঘোষনা করা হয়েছে।
সম্মেলনে প্রধান বক্তা- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি, এ্যাড. সুধীর শর্মা এবং স্বাগত বক্তা- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কুষ্টিয়া সদর উপজেলা শাখার সভাপতি ব্যারিস্টার গৌরব চাকী।
সম্মেলনে সম্মানিত অতিথি- বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ, কেন্দ্রীয় কমিটির সভাপতি, সুদীপ্ত সরকার সূর্য্য ও বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিপন বারাইক।
শুক্রবার (৮ই, সেপ্টেম্বর) কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ কুষ্টিয়া জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে ঐদিনই বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিপন বারাইক বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি- অমিত কুমার সরকার, সহ-সভাপতি স্বপ্ন ঘোষ, সাধারণ সম্পাদক- সীমান্ত সাহা ও বিদ্যুৎ ভৌমিক’কে যুগ্ম সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষনা করেন এবং সেই সাথে আরো বলেন, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্র থেকে অনুমোদন করিয়ে আনতে হবে।
বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ কুষ্টিয়া জেলা শাখার নব-নির্বাচিত সভাপতি অমিত কুমার সরকার কুষ্টিয়া জেলার শহরের কৃতি সন্তান। অমিত কুমার সরকার একজন দক্ষ সংগঠক ও সাংগঠনিক ব্যক্তিত্ব। অমিত কুমার সরকার বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সদ্য বিদায়ী সদস্য। তিনি সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। অমিত কুমার সরকার বাংলাদেশ ছাত্রলীগ, কুষ্টিয়া জেলা শাখার পাঠাগার বিষয়ক সম্পাদক পদে অধিষ্ঠিত রয়েছে। এছাড়াও নব-নির্বাচিত সভাপতি বিভিন্ন ধর্মীয়, রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত।
বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ কুষ্টিয়া জেলা শাখার নব-নির্বাচিত সহ-সভাপতি স্বপ্ন ঘোষ কুষ্টিয়া জেলার শহরের কৃতি সন্তান। স্বপ্ন ঘোষ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, কুষ্টিয়া পৌর শাখার প্রচার সম্পাদক পদে অধিষ্ঠিত রয়েছে। তিনি বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সাথে জড়িত।
বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ কুষ্টিয়া জেলা শাখার নব-নির্বাচিত সাধারণ সম্পাদক সীমান্ত সাহা কুষ্টিয়া জেলার শহরের কৃতি সন্তান। সীমান্ত সাহা একজন দক্ষ সংগঠক ও সাংগঠনিক ব্যক্তিত্ব। সীমান্ত সাহা বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সদ্য বিদায়ী সদস্য। সীমান্ত সাহা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, কুষ্টিয়া পৌর শাখার দপ্তর সম্পাদক পদে অধিষ্ঠিত রয়েছে। এছাড়াও তিনি বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সাথে জড়িত।
বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ কুষ্টিয়া জেলা শাখার নব-নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক বিদ্যুৎ ভোমিক কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার কৃতি সন্তান। বিদ্যুৎ ভৌমিক বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সদ্য সভাপতি পদে অধিষ্ঠিত রয়েছেন। বিদ্যুৎ ভৌমিক বাংলাদেশ ছাত্রলীগ, কুষ্টিয়া খোকসা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠিত রয়েছে। এছাড়াও তিনি বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত।
উল্লেখ্য যে, গত ৮ই, সেপ্টেম্বর ২০২৩ রোজ শুক্রবার চমৎকার আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ কুষ্টিয়া জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিলো। ঐদিনই ০৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন।

Previous articleশেরপুরে সেচ্ছাসেবী সংগঠন মানবতার সংস্থা’র উদ‍্যোগে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
Next articleবেনাপোলে মোটরসাইকেল ও বাস মূখোমূখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত।