আঃজলিল,স্টাফ রিপোর্টারঃ–যশোরের ঝিকরগাছার ১০নং শংকরপুর ইউনিয়নের ছোট পোদাউলিয়া গ্রামে সীমানা প্রাচীর দেওয়া নিয়ে বিরোধের জেরে আপন চাচাতো ভাইয়ের গাছি দায়ের কোপে কামরুল ইসলাম কামু (৫২) নামে একজন খুন হয়েছে।
এ ঘটনায় আরো তিন জন মারাত্মক আহত হয়েছে।আহতদের যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইং৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধায় উপজেলার শংকরপুর ইউনিয়নের ছোঠপোদাউলিয়া গ্রামে এমন দুর্ঘটনাটি ঘটে।
তবে আহতরা হলো, নিহত কামরুলের ভাইপো আতাউর রহমান ভাবি আনোয়ারা ও ছোট ভাইয়ের স্ত্রী পারভিন।এদের মধ্যে আতাউর ও আনেয়ারার অবস্থা খুবই আশংকাজনক।
নিহত কামরুল একই গ্রামের মৃত নুরুল হকের ছেলে।
স্হানীয় এলাকাবাসী ও পারিবারিক ভাবে জানাগেছে যে নিহত কামরুল এর সাথে তার চাচাতো ভাই অর্থ্যাৎ চাচা মৃত সবেদ আলীর ছেলে ওসমান ও আলী হোসেনের সাথে দীর্ঘদিন ভিটে বাড়ীর জমিজায়গা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো।
তাহারি জের ধরে ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে নিজের জমিতে সীমানা প্রাচীর নির্মান নিয়ে তাদের সাথে কামরুলের কথা-কাটাকাটি হলে এক পর্যায়ে ওসমান ও আলী হোসেন বাড়ি থেকে দা কুড়াল নিয়ে এসে কামরুলকে এলোপাতাড়ি কোপাতে থাকলে তাকে বাঁচাতে ছুটে আসা ভাইপো আতাউর রহমান,ভাবি আনোয়ারা ও ছোট ভাইয়ের স্ত্রী পারভিনকে ও কুপিয়ে জখম করে তারা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পার্শবর্তী উপজেলা শার্শা বাগআঁচড়ার একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হলে তাদের অবস্থা আশংকোজনক দেখলে উন্নত চিকিৎসার জন্য যশোরে নিয়ে যেতে বলা হয় পরে সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে পাঠালে তাদের অবস্থা আরো বেশি অবনতি হলে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কামরুল ইসলাম(কামু)মারা যায়।
ইউপি সদস্য মুজিবুর রহমান ও ঘটনার বিষয়টি নিশিত করেন।
এ ব্যাপারে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে এবং ১জন মহিলা আসামিকে আটক করা হয়েেছে বাকি আসামিদেরকে আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।
ইং ৮/৯/২৩ তাং শুক্রবার তার মরাদেহ ময়নাতদন্তের শেষে বাড়ীতে নিয়ে আসলে এক হৃদয় বিদারক সৃষ্টি হয়।এদিকে কামরুল ইসলামের মৃত্যুতে তাকে এক নজর দেখার জন্য হাজারও মানুষের ঢল নামে তার বাড়ীতে।মাগরিব নামাজ বাদ শেষে তার জানাযার নামায অনুষ্ঠিত হয়। নামাজ শেষে পারিবারিক কবরস্থানে ময়দানে তার দাফন কাজ সম্পাদনা করা হয়।
তার এমন করুন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে তার শোক সমাপ্ত পরিবারের সমবেদনা জানিয়েছেন ঝিকরগাছা চৌগাছার সাবেক সংসদ সদস্য যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ন সাঃ সম্পাদক এডঃ মনিরুল ইসলাম মনি,শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাষ্টার আদম শফিউল্লা,ইউপি চেয়ারম্যান গবিন্দ চন্দ্র চ্যাটার্জি, এলাকার সুধিজন, আপামর জনসাধারণ,ধর্মপ্রান মুসুল্লিগন সহ বিভিন্ন রাজনৈতিক দল ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।