মোঃ রবিউল ইসলাম হৃদয় : কুষ্টিয়ায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীগণের চাকুরী জাতীয়করণের লক্ষ্যে মতবিনিময় সভা -২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৯ সেপ্টেম্বর) সকাল ১০ টার সময় কুষ্টিয়া বারখাদা এলাকায় অবস্থিত আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়াম রুমে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) এর কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) এর সভাপতি মোঃ ফরিদুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) এর মহাসচিব মোঃ আব্দুর রহমান। বিশেষ অতিথি বাংলাদেশ শিক্ষক সমিতি কুষ্টিয়া জেলা শাখার সাবেক সচিব ও বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) এর উপদেষ্টা মোঃ খলিলুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতির সহ-সভাপতি, মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত মহাসচিব,মোঃ ফজলুর রহমান, সহ-সভাপতি, মোঃ মহরম আলী খান, বাংলাদেশ শিক্ষক সমিতি কুষ্টিয়া জেলা শাখার উপদেষ্টা মোঃ মুন্সি ফিরোজুর রহমান,
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি কুষ্টিয়া জেলা শাখার সভাপতি শাবানা ইয়াছমীন। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ শিক্ষক সমিতি কুষ্টিয়া জেলা শাখার সচিব মোঃ সাইদুর রহমান।