রুমন ইসলামঃ ঝিনাইদহ আরাপ পুর পায়রা চত্বর থেকে ২ জন অচেনা ব্যক্তি কুষ্টিয়ার নারিকেল তলায় বস্তা কেনার উদ্দেশ্যে অটো রিজার্ভ করে রওনা দেয় এবং পরবর্তীতে অটোর মধ্যে বসে থাকা দুইজন অজ্ঞাত ব্যক্তির মধ্যে একজন বস্তা কেনার কথা বলে অটো চালক মেহেদী হাসানকে (১৮) সাথে করে নিয়ে যায়। কিছু বস্তা কিনে অটোতে রাখার জন্য পাঠালে গিয়ে দেখেন অটো সহ ঐ অজ্ঞাত ব্যক্তি উধাও। চালক মেহেদী হাসান বস্তা কিনে দেওয়া ব্যক্তিকে খুজতে গেলে তত খনে তিনি ওখান থেকে সরে পরে। অনেক খোঁজা খুঁজির পরে না পেলে অসহায় হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন
আজ ৮/৯/২৩ ইং তারিখ শুক্রবার আনুমানিক দুপুর ১২:০০ টার সময় নারিকেল তলা বাজারের সামনে থেকে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, হার হামেশা এমন ধরনের ঘটনা ঘটছে অটো চালক ভাইদের একটু সতর্ক থাকতে হবে, আমরা চোরকে ধরতে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

Previous articleকুষ্টিয়ায় নিখোঁজের ১৮ দিন পর চুয়াডাঙ্গা থেকে ইজিবাইক চালকের হাড্ডি কঙ্কাল লাশ উদ্ধার
Next articleমিরপুরে আতাহারের নির্যাতনের হাত থেকে রক্ষা পাচ্ছেনা জনগন : পিস্তল হাতে ছবি ভাইরাল