মোঃ রবিউল ইসলাম হৃদয় : কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ৫৯৫ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ সুমন হোসেন (২৬) ও মাহাবুল আলম (৪০) নামের দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে৷
শুক্রবার (০৮ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ) রাত আনুমানিক সাড়ে ৭ টার সময় কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন বারোমাইল মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার চাদগ্রাম এলাকার মহিউদ্দিন সরদারের ছেলে মাহাবুল আলম (৪০) ও একই এলাকার বাবর আলী @ বাবুল হোসেনের ছেলে সুমন হোসেন (২৬),।
র্যাব সুত্রে জানা যায়, র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিনিঃ এএসপি মোঃ গোলাম ফারুক এর নেতৃত্বে র্যাবের একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে
৫৯৫ পিস টাপেন্টাডল ট্যাবলেট, যার মূল্য আনুমানিক ৮৯,২৫০/-(ঊননব্বই হাজার দুইশত পঞ্চাশ) টাকা সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
পরবর্তীতে আসামিদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ আসামিদেরকে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় সোপর্দ করা হয়েছে।