কুমারখালী প্রতিনিধিঃ কুষ্টিয়ার-কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের দুর্গপুর হটাৎপাড়া গ্রামের পারভেজর উপর পুর্ব শত্রুরতার জের ধরে,পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্য হামলা করে।গত ৩১/০৮/২০২৩ তারিখে কুষ্টিয়ার কুমারখালী বাস স্ট্যান্ড থেকে বাড়ী ফেরার সময় রাত আনুমানিক ১১ টার সময় পারভেজকে দেখতে পেড়ে পরিকল্পিত ভাবে হামলা করে। দুর্গাপুর হটাৎপাড়া গ্রামের মো:বাচ্ছু শেখের ছেলে পারভেজ শেখ (৩০) উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে,পারভেজের হাত ও পা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয় । পারভেজের মা মোছা: মর্জিনা খাতুন জানান, দুর্গপুর ডন মোড় গ্রামের (১)মো:রবিউল ইসলামের ছেলে, মো: রিক্ত (২) মৃত সামছুদ্দিন মোহরীর ছেলে, মো: রবিউল ইসলাম, (৩) মো: মিলন হোসেন, পিতা,অজ্ঞাত (৪) মো:মো:রবিউল ইসলামের স্ত্রী,মোছা:আরিফা বেগম সর্ব সাং দুর্গাপুর ডন মোড়,থানা কুমারখালী-
কুমারখালী থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করে। ৩০/০৯/২৩ ইং তারিখে রাস্তা দিয়ে যাওয়ার সময় আক্রমণ করে দেশীয় অস্ত্র দিয়ে। ৪ জনকে বিবাদী করে কুমারখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:রকিবুল ইসলাম বলেন একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক অপরাধী দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Previous articleমিরপুরে আতাহারের নির্যাতনের হাত থেকে রক্ষা পাচ্ছেনা জনগন : পিস্তল হাতে ছবি ভাইরাল
Next articleকুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার