মোঃ রবিউল ইসলাম হৃদয় : র্যাব১২ সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প ও সিপিএসসি রংপুর, র্যাব-১৩ ক্যাম্পের যৌথ অভিযানে ধর্ষন মামলার আসামী ধর্ষনকারী মোঃ সুজন (২০),নামের একজন গ্রেফতার হয়েছে।
বুধবার ( ০৬ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ) র্যাব-১২ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি মোঃ গোলাম ফারুকের নেতৃত্বে রাত ১১ টারসময় “রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন উত্তর গোপিনাথপুর গ্রাম হতে তাকে গ্রেফতার করে র্যাবের একটি চৌকস অভিযানিক দল। গ্রেফতারকৃত আসামী সুজন কুষ্টিয়া কুমারখালী উপজেলার নাতুরিয়া এলাকার মোঃ শাজাহানের ছেলে।
র্যাব সুত্রে জানা যায়, গত ০৩ সেপ্টেম্বর কুমারখালী নাতুড়িয়া এলাকার সুজন একজন গৃহবধূকে একা পেয়ে তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ধর্ষন করেন। এবিষয়ে ধর্ষনের ঘটনায় কুমারখালী থানায় একটি ধর্ষন মামলা দায়ের করা হয়। যার মামলা নং-৫, ২০২৩, নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ সাল (সংশোধিত ২০২০) এর ৯(১) ধারা। থানায় দায়েরকৃত ধর্ষণ মামলার এজাহার নামীয় আসামি মোঃ সুজন (২০)কে গ্রেফতার করতে ব্যাপক নজরদারি শুরু করে র্যাব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় হস্তান্তর করেছে র্যাব।