.সাইদুর রহমানঃ পটুয়াখালীর বাউফলে মোঃ আল আমিন মৃধাকে (৩৫) হত্যার প্রতিবাদে এবং সকল আসামীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন প্রতিবাদ করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল দশটায় উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর এলাকায় এ মানববন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়।মানববন্ধনে ওই এলাকার বিভিন্ন শ্রেণী পেশার কয়েকশ নারী ও পুরুষ অংশ নেয়।
এতে বক্তব্য রাখেন, আদাবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুরুল আলম হাওলাদার, ইউপি সদস্য সাহাবুদ্দিন সাবু, সাহ আলম মোল্লা, সানু মৃধা,ফোরকান মৃধা সহ এলকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
উল্লেখ্য, গত শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে আপন চাচা আবদুল মোতালেব ভাতিজা মোঃ আল আমিন মৃধাকে(৩০) ছুরিকাহত করে।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এঘটনায় নিহতদের বড় ভাই শামুম মৃধা বাদী হয়ে আপন ভাই ও ভাতিজাসহ ১১ জন নামীয় ও ৮ জন অজ্ঞাত আসামী করে বাউফল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ইতিমধ্যে, এঘটনায় জড়িত থাকার অভিযোগে বাউফল থানা পুলিশ চাচা আবদুল মোতালেব মৃধা ও তার ছেলে লাবিব মৃধাকে ঘটনার দিন রাতে বগা ফেড়ি ঘাট থেকে গ্রেপ্তার করে।