আঃজলিল,স্টাফ রিপোর্টার যশোরের বেনাপোল বন্দর এলাকায় একটি ঘর থেকে ১৮ টি ককটেল উদ্ধার ঘটনায় র‌্যাবের করা মামলার প্রধান আসামী বাড়ির মালিক বাদল হোসেন কে আটক করেছে পুলিশ।
রোববার (৩ সেপ্টেম্বর) সকালে তাকে আটক করা হয়। সে বড় আঁচড়া গ্রামের আব্দুল জলিল এর ছেলে বাদল (৪৫)।
বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূইয়া জানান, বেনাপোল থেকে র‌্যাব কর্তৃক ১৮ টি ককটেল উদ্ধার ঘটনায় র‌্যাব সদস্যরা বেনাপোল থানায় একটা মামলা দায়ের করেন। মামলার আসামী করা হয় ঘরের মালিক বাদল হোসেন কে।আটকের ভয়ে সে পালিয়ে ছিলেন। এলাকায় সাড়াশী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।

Previous articleভেড়ামারা থানা পুলিশের বিশেষ মাদক অভিযানে ১৬৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার
Next articleকলেজ ছাত্রকে চোর অপবাদ দিয়ে মারধর করার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল