মোঃ রবিউল ইসলাম হৃদয় : কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ওহিদুল হক সকাতির ছেলে কলেজ ছাত্র লামের কাছে চাঁদার টাকা না পেয়ে চোর অপবাদ দিয়ে বিদ্যুতিক পিলারের সাথে বেঁধে বেধরক মারপিটের ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসীরা।
রবিবার (০৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টার সময় আলামপুর ইউনিয়নের ভাদালিয়া বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসীরা। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে প্রায় এক থেকে দেড় হাজার সাধারন জনগন অংশগ্রহন করেন।
এলাকাবাসী সুত্রে জানা যায়, গত ৩০ আগস্ট রাত ৮ টার সময় চাঁদার টাকা না দেওয়ায় বিদ্যুতিক পিলারের সাথে বেধে কলেজ ছাতে লামকে চোর অপবাদ দিয়ে পেটায় স্বস্তিপুর এলাকার হযরত আলীর ছেলে রুহুল আমিন (৪৮),আরেক ছেলে
নুর ইসলাম (৩০),খোকন (৪০) ও শরিফুল ইসলাম (৩৫),খোরশেদ আলমের ছেলে আরিফ (২৭),মুকুলের ছেলে সৈকত (২৮),কুরবানের ছেলে
শফিকুল(৩৩), মোঃ রজব আলীর ছেলে
বজলু (৩৫)। পরবর্তীতে লামের বাবা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন ।যার মামলা নং -৭১ তারিখ ৩১/০৮/২০২৩।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন,আলামপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইমানুর রহমান,সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন মুন্সী, নির্যাতিত কলেজ ছাত্রের বাবা ওহিদুল হক সকাতি,সমাজ সেবক ও এলাকা প্রধান নুর উদ্দিন,আলামপুর ইউনিয়নের সকল ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দরা সহ এলাকার সচেতন জনগন।
এছাড়াও মানববন্ধন অংশগ্রহনকারী কলেজ ছাত্র লামের উপর নির্যতনকারী আসামী বজলুর ভাই মজনু আরেক আসামী হোসেনের ভাই স্বপন জানান,এই কলেজ ছাতের উপর যেভাবে মারধর হয়েছে তা খুবই খারাপ হয়েছে৷ আসামী আমার ভাই হোক না কেনো তারা সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত। তাই আমরা প্রশাসনের নিকট এর বিচার চাই।
মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, স্বস্তিপুর এলাকার হযরত আলীর ছেলে রুহুল আমিন (৪৮),আরেক ছেলে নুর ইসলাম (৩০),খোকন (৪০) ও শরিফুল ইসলাম (৩৫),খোরশেদ আলমের ছেলে আরিফ (২৭),মুকুলের ছেলে সৈকত (২৮),কুরবানের ছেলে শফিকুল(৩৩), মোঃ রজব আলীর ছেলে
বজলু (৩৫) এলাকার চিন্হিত সন্ত্রাসী প্রবন লোক। তারা দীর্ঘ দিন যাবত এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। ভাদালিয়া বাজারের পাশের জিকে ক্যানালের সরকারি জমি ১ থেকে ২ লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে দোকান নির্মান করে দিয়েছেন তারা। এই চাঁদাবাজির একটি সিন্ডিকেট রয়েছেন এই ব্যাক্তিদের। তারা এই কলেজ ছাত্রের কাছ থেকে চাঁদার টাকা না পেয়ে বিদ্যুতিক পিলায়ের সাথে বেধে চোর অপবাদ দিয়ে অমানুষিক ভাবে বেধরকভাবে মারপিট করেছেন। এলাকা থেকে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহনের জন্য কুষ্টিয়ার পুলিশ সুপারের নিকট জোরালো দাবি জানিয়েছেন মানববন্ধনে অংশগ্রহন করা এলাকাবাসীরা।
কুষ্টিয়া থেকে মোঃ রবিউল ইসলাম হৃদয়