নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় গণফ্রন্ট, কুষ্টিয়া জেলা কমিটির উদ্যোগে শুক্রবার (১সেপ্টেম্বর) বিকাল ৩ টায় সংগঠনের জেলা কার্যালয়ে
এক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। কৃষকনেতা সত্য বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রতিনিধি সভার শুরুতেই রাজনৈতিক ও সাংগঠনিক রির্পোট পাঠ করেন সংগঠনের জেলা সমন্বয়ক ও উক্ত প্রতিনিধি সভার পরিচালক কৃষক নেতা জালাল। রাজনৈতিক-সাংগঠনিক রির্পোটের ভিত্তিতে   বক্তব্য রাখেন ছাত্রনেতা সৌরভ শর্মা, মোশরেফা মিশু, মিনারুল ইসলাম; আঞ্চলিক পর্যায়ের কৃষক প্রতিনিধি মুনসাদ হোসেন, ইলিয়াস হোসেন, শ্রমিক প্রতিনিধি শান্ত ইসলাম। আঞ্চলিক পর্যায়ের নেতৃবর্গের সংযোজন বিয়োজন মুলক বক্তব্যের মধ্যদিয়ে উত্থাপিত রির্পোট গ্রহণ করা হয় এবং কৃষক নেতা সত্য বিশ্বাসকে সমন্বয়ক করে জেলা কমিটি গঠন করা হয়। উক্ত প্রতিনিধি সভার রাজনৈতিক আলোচনার অংশে বক্তব্য রাখেন কৃষক নেতা লাল মোহাম্মদ জুয়েল এবং শ্রমিকনেতা মকলেচুর রহমান দুলাল ও মকসুদ মনি।

Previous articleবাগআঁচড়ায় সাতমাইলে ১৫ই আগষ্টের জাতীয় শোক দিবস অনুষ্ঠানে এমপি আফিল উদ্দীন।
Next articleইবিতে ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের নবীন বরণ।