ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের(২০২২-২৩) শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (২ রা সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টায় মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের চতুর্থ তলায় ৪১৫ নম্বার রুমে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরতে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
আলিফ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড.সৈয়দা সিদ্দিকা,ডিন,আইন অনুষদ,ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ড.মো: আনিচুর রহমান,অধ্যাপক, আইন বিভাগ ও জনাব মো:মেহেদী হাসান, সহকারী অধ্যাপক, ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ,ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া।
উক্ত নবীন বরণে সভাপতিত্ব করেন জনাব সাহিদা আখতার আশা,সভাপতি, ল এন্ড ল্যান্ড ম্যনেজমেন্ট বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড.সৈয়দা সিদ্দকা বলেন,তোমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রত্যেকটা দিন তোমাদের জন্য গুরুত্বপূর্ণএবং বিশ্ববিদ্যালয় জীবন গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি ধাপ। এই ধাপে তোমাদের নিজেদেরকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। প্রতিটা দিন কাজে লাগাতে হবে। আগামী দিনে তোমরা নিজেদের কোথায় দেখতে চাও আজকে থেকেই সেই স্বপ্ন দেখতে হবে। ছোটখাটো বিষয়ে মনঃক্ষুণ্ন ও হতাশ হওয়া যাবে না।