মোঃ রবিউল ইসলাম হৃদয় : র‌্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্প ও র‌্যাব-৪ সিপিসি-২ সাভার ক্যাম্পের যৌথ অভিযানে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার লাহিনী পশ্চিম পাড়া এলাকার সাহেব আলী হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মোঃ আলিমান শেখ ওরফে আলিম (৩২)  নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৩০ আগস্ট)  রাতে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার সিনিঃ এএসপি মোঃ  গোলাম ফারুকের নেতৃত্বে র‍্যাবের একটি অভিযানিক দল  এবং র‌্যাব-৪, সিপিসি-২ সাভার এর যৌথ অভিযানে গত রাতে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন কাঠাল বাগান এলাকা হতে পলাতক আসামি মোঃ আলিমান শেখ ওরফে আলিম(৩২) কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী আলিমান কুমারখালী উপজেলার লাহিনী পশ্চিম পাড়া এলাকার ছলেমান শেখের ছেলে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট)  সকাল ১১ টার সময় র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের মিডিয়া কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানী কমান্ডার সিনিঃ এএসপি মোঃ গোলাম ফারুক।
র‍্যাব সুত্রে জানা যায়, গত ১৬ আগষ্ট ২০২৩ ইং তারিখ বিকাল আনুমানিক ৩ টার সময় কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পশ্চিম লাহিনীপাড়া গ্রামে মোঃ সাহেব আলী(৫০) এর স্ত্রীর মোছাঃ চম্পা বেগম এর সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তারই প্রতিবেশী মোঃ আলিমান শেখ ওরফে আলিম(৩২) এর সাথে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মোঃ আলিমান শেখ ওরফে আলিম এর পিতা মোঃ ছোলেমান শেখ বকাবকি করতে করতে মোঃ সাহেব আলী এর বাড়িতে এসে মোঃ সাহেব আলীকে টানতে টানতে বাড়ির বাহিরে পুকুর পাড়ে নিয়ে যায়। সেখানে মোঃ সাহেব আলীর সঙ্গে মোঃ আলিমান শেখ ওরফে আলিম এবং তাহার পিতা মোঃ ছোলেমান শেখ এর মধ্যে ঝগড়ার এক পর্যায় বিকাল আনুমানিক সাড়ে ৩ টার সময়  সময় মোঃ ছোলেমান শেখ  সাহেব আলীকে ঝাপটে ধরে। এমতাবস্থায় মোঃ আলিমান শেখ আলিম লোহার পাইপ দিয়ে মোঃ সাহেব আলীর বুকের মাঝখানে সজোরে গুতা মারে এবং অন্যান্য জায়গায় আঘাত করায় মোঃ সাহেব আলী মাটিতে অজ্ঞান অবস্থায় পড়ে যায়। পরবর্তীতে আশপাশের লোকজন মোঃ সাহেব আলীকে সেখান থেকে আশংকাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে এবং সেখানে তিনি মারা যায়।
র‍্যাব আরও জানায়,হত্যাকান্ডের প্রেক্ষিতে নিহতের বাবা বাদী হয়ে কুমারখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নম্বর-১৮/২৬৫, তারিখ-১৭ আগষ্ট ২০২৩, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ রুজু করা হয়। উক্ত হত্যাকান্ডের বিষয় বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা সহ ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হলে সমস্ত জেলা তথা দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ফলশ্রুতিতে, মামলার পলাতক আসামিদের গ্রেফতারে র‌্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প, র‌্যাব-১২ এবং র‌্যাব-৪, সিপিসি-২ সাভার এর যৌথ অভিযানে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন কাঠাল বাগান এলাকা হতে পলাতক আসামি মোঃ আলিমান শেখ  আলিম(৩২)কে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Previous articleবেনাপোল দৌলতপুর সীমান্তে ৪টি সোনার বার সহ ৩ পাচারকারী আটক
Next articleদৌলতপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে জাতীয় পার্টি’র মতবিনিময় সভা