রাজু আহমেদঃ কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্কেলের” খ”পরিদর্শক মাহাবুবা জেসমিন রুমার
তীক্ষ্ণদিক নির্দেশনায় বিভাগীয় টিমকে সাথে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে, আজ ৩০ শে আগস্ট আনুমানিক সকাল ৭ ঘটিকার সময় ,
ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়ন, ১৬ দাগে, মৃত রুহুল আমিনের বাড়িতে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিল
এবং
৩০০ গ্রাম গাঁজা সহ মৃত রুহুল আমিনের, ছেলে মোহাম্মদ গোলাম মোস্তফা ৩৪ কে আটক করেছেন, আটককৃত রুহুল আমিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বিক্রয়ের উদ্দেশ্যে ফেনসিডিল এবং গাজা রেখেছিলেন, অভিযান শেষে রুহুল আমিনকে গাজা ফেন্সি সহ ভেড়ামারা থানায় সোপর্দ করলে মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ধারা মোতাবেক তাহার নামে নিয়মিত মামলা রুজু করা হয় মামলা নাম্বার ২২ তারিখ ৩০/০৮/২০২৩ অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খ সার্কেলের পরিদর্শক মাহবুবা জেসমিন সাংবাদিকদের বলেন মাদক কারবারীরা দেশের শত্রু, সমাজের শত্রু, মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছি তাই আমাদের এই অভিযান চলমান থাকবে

Previous articleকুষ্টিয়া জেলা দৌলতপুর উপজেলায় নকল ব্যান্ড রোল সহ চার লক্ষ নকলবিরি উদ্ধার
Next articleদৌলতপুরে শেখ হাসিনা’র ডাকে আমরা ও রাজপথে থাকবো বললেন মুক্তিযোদ্ধাদের সন্তানে’রা