রাজু আহমেদ,স্টাফ রিপোর্টারঃ দৌলতপুর উপজেলায় নকল ব্যান্ড রোলসহ আকিজ বিড়ি ও নকল বিড়ি তৈরি করার উপকরণ উদ্ধার করা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে যশোহর কাস্টমস এক্সাইজ ভ্যাট কমিশনার মহোদয়ের নির্দেশে এবং কুষ্টিয়া ডিভিশনের ডেপুটি কমিশনারের সঠিক তত্ত্বাবধানে ভেড়ামারা সার্কেল ২ এর কাস্টমস সুপারেনটেন্ট এ কে এম খালেকুদ জামানের সঠিক দিক নির্দেশনায় একটি রেডি্য টিম গঠন করে ভেড়ামারা সার্কেল টু এর সক্রিয় ফোর্স এর সহযোগিতায় নকল আকিজ বিড়ির বিরুদ্ধে অভিযানে বের হয় দৌলতপুর উপজেলার কল্যাণপুর সাপড়ায় রবি ও হেদায়েতের বাড়িতে আজ ২৮ শে আগস্ট, দুইটা তিরিশ মিনিট থেকে চারটা পর্যন্ত সাঁড়াশি অভিযান পরিচালনা করে
৪ লক্ষ্য শলাকা নকল আকিজ বিড়ি উদ্ধার করেন অভিযানের প্রাক্কালে আসামিরা সবাই বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হয়, কিন্তু বিড়ি তৈরি করার কোন উপকরণ সরাতে পারে নাই, বিড়ি তৈরি করার উপকরণ যেমন লেভেল পেটি পটি নকল ব্যান্ড রোল তামাক ইত্যাদি ইত্যাদি মালামাল সহ কাস্টমস অফিসে নিয়ে আসে, পরিশেষে ভেড়ামারা কাস্টমস সার্কেল ২ অফিসে নিয়ে আসে,
পরবর্তীতে নকল বিড়ি বন্ধের ব্যাপারে বিভিন্ন কার্যক্রম হাতে নেবে কাস্টমস কর্মকর্তারা, এলাকার লোকজন সবাই ভয়ে পালিয়ে গেলেও সমস্ত মালামাল কাস্টমস আটক করতে সক্ষম হয়েছে
নকল বিড়ির পরিমাণ ৪ লক্ষ সলাকা অভিযান শেষে,
রাজস্ব কর্মকর্তা এ কে এম খালেকুজ্জামান সাংবাদিকদের বলেন নকল প্রতিরোধে আমাদের এই অভিযান চলমান থাকবে কোন কালোবাজারিকে আর দুই নাম্বারি ব্যবসা করতে দেওয়া হবে না বলে তিনি জানান