কাকন সরকার , শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় একটি রাইছ মিলের লিটন (৩০) নামের এক নির্মাণ শ্রমিকের রক্তাক্ত মরেদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ২৫ আগষ্ট সকালে উপজেলার রাণীগাঁও এলাকায় অবস্থিত ‘সেতু এগ্রো ইন্ডাস্ট্রিজ’ এর সম্প্রসারিত নির্মাণাধীন অংশ থেকে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।
লিটন দিনাজপুর জেলার বীরগঞ্জের মাগরাই গ্রামের বাসিন্দা। তারা সেতু এগ্রো ইন্ডাস্ট্রিজ এর অটো রাইস মিলের পাশেই গত তিন মাস ধরে পাঁচটি নতুন ড্রায়ার স্থাপনের কাজ করছিলেন বলে জানা যায়।
প্রতিদিনের মতোই গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তার সঙ্গী অপররাপর শ্রমিকদের সাথে একত্রে কাজ শেষ করেন লিটন। তারা একটি ভাড়া বাড়িতে থাকতেন। সঙ্গীয় সকল শ্রমিক সেই ভাড়া বাড়িতে ফিরলেও লিটন ফিরেনি। পরে খোঁজাখুঁজি করে শুক্রবার সকালে লিটনের রক্তাক্ত মরদেহ ওই মিলের ভবনের নির্মাণাধীন সম্প্রসারীত অংশে পড়ে থাকতে দেখে তারা। পরে মিল কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে লিটনের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে পোস্টমর্টেমের জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) রায়হানা ইয়াসমিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহত লিটনের সঙ্গের পাঁচ জন শ্রমিককে থানায় নেয়া হয়েছে। এই ঘটনায় পুলিশ ও সিআইডির তদন্ত কাজ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমদাদুল হক।