Home কুষ্টিয়া দৌলতপুরে অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার

দৌলতপুরে অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার

22
0

আছানুল হক কুষ্টিয়া দৌলতপুরঃ কুষ্টিয়া দৌলতপুর উপজেলার দক্ষিণ দাড়ের পাড়া গ্রামের ইকরা একাডেমি এন্ড নুরানি মাদ্রাসার নির্মাণাধীন ভবনের পাশে থেকে পরিত্যক্ত অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করেছে থানা পুলিশ।
স্থানী বাচ্চারা সোমবার বিকাল অনুমানিক ৬ টার সময় খেলতে গিয়ে গ্রেনেড টি পায়।
এ বিষয়ে আরেজুল সরকারের ছেলে সোহেল রানা (১৯) বলেন, আমার ভাই রিপন আলীর ছোট ছেলে ফাহিম (৫) একটি শক্ত বস্তু হাত দিয়ে নাড়াচাড়া করছে আমি দেখতে পাই। দেখতে পেয়ে সাথে সাথে আমি তার কাছে যাই গিয়ে দেখে একটি লোহার ভারি বস্তু তার হাতে। দেখে আমার সন্দেহ হয় যে এটি হয়তো বোমা জাতীয় কোনো জিনিস হবে। পরে আমি স্থানী সাংবাদিকদের মাধ্যমে প্রশাসকে জানায় ।
খবর পেয়ে দৌলতপুর থানা অফিসার রফিকুল ইসলাম ও ভেড়ামারা সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মহসীন আল মুরাদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার মহসীন আল মুরাদ বলেন, আমরা এলাকাবাসীর মধ্যেমে খবর পাই দক্ষিণ দাড়ের পাড়া গ্রামের ইকরা একাডেমি এন্ড নুরানি মাদ্রাসা নির্মাণধীন ভবনের পাশে একটি অবিস্ফোরিত গ্রেনেড পড়ে আছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রেনেড টি উদ্ধার করে প্রাথমিকভাবে বালির বস্তা দিয়ে কোডন করে রাখা হয়েছে যাতে বিস্ফোরণ না ঘটে । এবং বিষয়টি আমাদের ঊর্ধ্বতনও কর্তৃপক্ষকে জানানো হয়েছে তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

Previous articleইবিতে ছাত্রী নির্যাতন : ছাত্রলীগ নেত্রী অন্তরাসহ ৫ শিক্ষার্থী স্থায়ী বহিষ্কার
Next articleকুষ্টিয়ায় সাংবাদিকের উপর পরিকল্পিত হামলা