Home সারাদেশ যশোর-বেনাপোল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ১০শ্রেণির শিক্ষার্থী নিহত।

যশোর-বেনাপোল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ১০শ্রেণির শিক্ষার্থী নিহত।

29
0

আঃজলিল,স্টাফ রিপোর্টারঃ যশোরের ঝিকরগাছায় বেনাপোল মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ফয়সাল হোসেন(১৭)নামে ১০ শ্রেণির শিক্ষার্থী নিহত (ইন্নাইলাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।
ফয়সাল হোসেন ঝিকরগাছা উপজেলার গদখালী মঠবাড়ি গ্রামের
শফিকুল ইসলামের ছেলে ও টাওরা আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী।
ইং ১৬/৮/২৩ তাং বুধবার সন্ধ্যার আগে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা থানাধীন গদখালী কোল্ড স্টোরেজের সামনে ঘটনাটি ঘটে।
তবে স্থানীয়রা জানিয়েছেন যে, ফয়সাল হোসেন তার ব্যবহৃত মোটরসাইকেল ইয়ামাহ ভারসন-৩ যশোর ল ১৪- ৬৭০৩) যোগে গদাখালী থেকে ঝিকরগাছায় যাচ্ছিল। ঘটনাস্থলে পৌছলে বিপরিত দিক থেকে আসা সোহাগ পরিবহনের বাস ঢাকা মেট্টো-ব- ১৪- ৭৮৬৮ এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফয়সাল হোসেন গুরুত্ব জখম হয়।
পথচারি ও ফায়ার সার্ভিসের কর্মীরা ফয়সালকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালের নিয়ে যায়। এরপর যশোর সদর হাসপাতাল কতৃপক্ষ তাকে খুলনা রেফার্ড করে। খুলনা সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুঃ ৯টার দিকে সে মৃত্যুবরণ করেন।

Previous articleবেনাপোল গাজিপুরে বীর মুক্তিযোদ্ধা শামসুল হুদা মিন্টুর মৃত্যু।
Next articleকুষ্টিয়ায় বিদ্যুৎ স্পর্শে কাশেম বিশ্বাস নামের একজন নিহত।