Home সারাদেশ বেনাপোল গাজিপুরে বীর মুক্তিযোদ্ধা শামসুল হুদা মিন্টুর মৃত্যু।

বেনাপোল গাজিপুরে বীর মুক্তিযোদ্ধা শামসুল হুদা মিন্টুর মৃত্যু।

9
0

আঃজলিল,স্টাফ রিপোর্টারঃ যশেরের বেনাপোল গাজীপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুল হুদা মিন্টু(৭৫) বার্ধক্যজনিত কারনে অকাল মৃত্যু বরন করেন।
ইং ১৬ই আগষ্ট বুধবার সকাল ৮-৩০ মিঃ গাজিপুর নিজ বাসায় মৃত্যু বরন করেছেন।
(ইন্না লিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মৃত্যকালে তিনি স্ত্রী ছেলে মেয়ে পরিবার পরিজন সহ অসংখ্য গুনুগ্র আত্মীয় স্বজন রেখে গেছেন
মরহুম শামসুল ইসলাম মিন্টু বেনাোল পোর্টথানা গাজিপুর ৭,নং ওয়ার্ড এলাকার মৃত আঃকাদের চৌধুরীর ছেলে।
মরহুমের জানাযার আছর বাদ গাজীপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে উপজেলা প্রশাষনের পক্ষ থেকে মরহুম বীর মুক্তিযোদ্ধা কে গার্ড অফ-অনার প্রদানের মধ্যে দিয়ে রাষ্ট্রিয় মর্যাদায় অনুষ্ঠিত হয়।
জানযা নামাজ শেষে পারিবারিক কবর স্থান ময়দানে তার দাফন কাজ সম্পাদনা করা হয়। তার এমন করুন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তার শোক সমাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুক্তিযুদ্ধ সংগঠন,এলাকার সুধিজন,সামাজিক,রাজনৈতিক,আপামর জনসাধারণ সহ এলাকার ধর্মপ্রান মুসল্লীগন।

Previous articleমিরপুর ধুবইল ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে শোক দিবস পালন
Next articleযশোর-বেনাপোল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ১০শ্রেণির শিক্ষার্থী নিহত।