নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের গোপালপুর বারেক মোড় সংলগ্ন পশ্চিম পাড়া এলাকায় আলমগীর হোসেন নামের একজনের জমি  আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জবর দখল করে ধান লাগানোর অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে।

অভিযোগ উঠেছে গোপালপুর এলাকার মৃত শাহাদত হোসেনের ছেলে আব্দুল মালেক (৫৫) মৃত আব্দুল খালেকের ছেলে মোঃ আব্দুল্লাহ আল মামুন (৩০) ও মৃত করিম মালিথার ছেলে মোঃ মনিরুল মালিথা (৪০) এই জমি জোরপূর্বক জবর দখল করছে। বর্তমানে তারা এই জমি দখল করে সেখানে লাঙ্গল দেওয়ার পরে ধানের চারা লাগিয়েছেন। ক্ষমতার দাপটের কারনেই তারা এই জবর দখল করছেন বলে জানা গেছে। প্রানের ভয়ে এই জমি দখলে বাঁধা দিতে না পেরে কুষ্টিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন ভুক্তভোগী। কিন্তু থানার এই অভিযোগকেও পাত্তা না দিয়ে আইনকে তোয়াক্কা না করেই দখলের কাজে ব্যাস্ত রয়েছেন অভিযুক্তরা।

সুত্রে জানা যায়, কুষ্টিয়া সদর থানাধীন জিয়ারখী মৌজার এস এ ১৮৪২ নং খতিয়ানের সাবেক ৩২২৭ নং দাগে. ৪১ একর এবং ৩৫২৬ নং দাগে . ৪০ একর একুনে. ৮১ একর  সম্পত্তি আব্দুল বারী সরদার অংশে একই মৌজায় এস এ ১২৭৮ নং খতিয়ানের সাবেক ৩৪৬৯ নং দাগে. ২৯ একর সম্পত্তি আব্দুল বারী খা ১৬ আনা অংশে একই মৌজায় এস এ ৭৭৪ নং খতিয়ানে সাবেক ৩১৭৫ নং দাগে. ১৩ একর সম্পত্তি সহ অপর ৩টি দাগে ০.৩৬ একর সম্পত্তি আব্দুল বারী খা ষোল আনা অংশে এবং একই মৌজায় এস এ ১২৪ নং খতিয়ানে সাবেক ৩৪৬২ নং দাগে .৬৬ একর সম্পত্তি সহ অপর ২টি দাগে ১.৪৩ একর সম্পত্তি আব্দুল বারী খা ১১ আনা অংশে এস এ রেকর্ড মালেক সরকার সেরেস্তায় প্রচলিত থাকে।আব্দুল বারী খা  এস এ ৪টি খতিয়ানে ১.৭৭ একর সম্পত্তিতে স্বত্ববান ও দখলকার থাকাবস্থায় বিগত আর এস রেকর্ড আমলে সাবেক দাগগুলি হইতে আর এস ৩৩২ নং খতিয়ানে আর এস ৪৯৬৩ নং দাগে. ২৯ একর ৫১৬২ নং দাগে. ৩৬ একর এবং ৫২২১ নং দাগে. ১৩ একর একুনে ০.৭৮ একর সম্পত্তি সহ অপর  ৩টি দাগে. ৮৬ একর সম্পত্তি  আব্দুল বারী খাঁ ১৬ আনা অংশে এবং একই মৌজায় আর এস ৯৪৯ নং খতিয়ানে আর এস ৪৯৬৬ নং দাগে .১৪ একর ৪৯৭২ নং দাগে. ৬৬ একর এবং আর এস ৪৯৭৩ নং দাগে. ৬৬ একর একুনে ১.৪৬ একর সম্পত্তি আব্দুল বারী সরদার. ৫০০ অংশে. ৭৩ একর সম্পত্তি এবং তাহের আলী সরদার. ৫০০ অংশে আর এস রেকর্ড চূড়ান্ত ভাবে প্রচলিত ও প্রকাশিত থাকে। আব্দুল বারী খাঁ আর এস ৩৩২ নং খতিয়ানে নালিশী আর এস ৪৯৬৩ নং দাগে. ২৯ একর ৫১৬২ নং দাগে .৬৬ একর এবং ৫২২১ নং দাগে. ১৩ একর সম্পত্তি একুনে. ৭৮ একর সম্পত্তি  আর এস ৯৪৯ নং খতিয়ানে ৪৯৬৬ নং দাগ সহ অপর ২টি দাগে .৭৩ একর সম্পত্তি একুনে ২টি খতিয়ানে ১.৫১ একর সম্পত্তিতে স্বত্ত্ববান ও দখলদার থাকাবস্থায় মৃত্যুবরণ করলে তার  ৪ ছেলে আলমঙ্গীর হোসেন, আব্দুল হালিম, নয়ন উদ্দিন ও মৃত আব্দুল আলিম এবং ১ কন্যা কারিমা ওয়ারেশ সূত্রে সম্পত্তি প্রাপ্ত স্বত্ববান ও দখলকার থাকেন।

হঠাৎ করে গত ২৮/০৪/২০২৩ ইং তারিখে আব্দুল মালেক, আব্দুল্লাহ আল মামুন, মোঃ মনিরুল মালিথা  তাদের জমি দাবি করে  মাপযোগ শুরু করে জোর করে দখলের  চেষ্টা করলে স্থানীয় মাতব্বরদের কারনে ব্যার্থ হয়। পরে অভিযুক্তরা আদালতে একটি দেওয়ানি মামলা দায়ের করেন। এরই পরিপেক্ষিত আব্দুল বারি সরদারের ছেলে আলমগীর হোসেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ফৌজদারী কার্য বিধির ১৪৪ ধারায় একটি মামলা দায়ের করেন। পরে আদালত গত ১৮/০৪/২০২৩ ইং তারিখে  উভয়পক্ষকে স্ব-স্ব দখলীয় অবস্থানে থাকার আদেশ দেন এবং কুষ্টিয়া মডেল থানা পুলিশকে শান্তিশৃংখলা বজায় রাখার জন্য প্রয়োজনীর আদেশ দেন। তারপরেও অভিযুক্ত আব্দুল মালেক, আব্দুল্লাহ আল মামুন, মোঃ মনিরুল মালিথা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গত ০৬/০৮/২০২৩ ইং তারিখে আনুমানিক সকাল ৮ টার সময় বিভিন্ন লোকজন নিয়ে জোর পূর্বক আলমগীর হোসেনের সম্পত্তিতে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করে। সেখানে ধানের চারা রোপন করেছে।
আব্দুল বারি সরদারের ছেলে নয়ন বলেন, আমার বাবার একক সম্পত্তি ১ একর ৭৮ শতক এরমধ্যে বাবা কিছু বিক্রি করেন। বিক্রয় করার পরবর্তীতে এক একর ৫১ শতক আমাদের অবশিষ্ট থাকে। আমরা দীর্ঘদিন যাবত উত্তরসূরী হিসেবে ভোগ দখল করে আসছি। গত ২০২১ সালের জানুয়ারি মাসের ১৯ তারিখে আমার বাবা মারা যায়। আমার বাবা মারা যাওয়ার কিছুদিন পরেই আমার চাচারা একটি জাল দলিল নিয়ে এসে বলে এই জমি আমাদের। তাই বলে তারা বিভিন্নভাবে আমাদের হেরেসমেন্ট করে মাপযোপ করে জমি দখলের চেষ্টা করে। তারপরে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করে কোর্টে একটা মিস কেস করি কোট ১৪৪ ধারা জারি করা হয়। কোড এইটার উপর ভিত্তি করে আমাদের স্ব-স্ব দখলে থাকার সিদ্ধান্ত দেয়। তবুও তারা কোর্টের নিষেধাজ্ঞ অমান্য করে জোর করে জমিতে চাষবাস করে। তারপর থানায় আমরা একটি লিখিত অভিযোগ দেই। অভিযোগের ভিত্তিতে থানা উভয়কে ডাকে। থানায় যাওয়ার পর তারা তাদের উপযুক্ত প্রমাণ দিতে পারে না। থানা পুনরায় দুই পক্ষকে কাগজপত্রসহ উকিল রেখে ডাকে সমস্যা সমাধানের চেষ্টা করে কিন্তু তারা সেই দিন থানায় আসেনা। সেই দিন রাতেই তারা জোর করে মাঠের জমিতে চাষ করে সকালেই সেখানে ধানের চারা রোপন করে৷ আমরা প্রশাসনের নিকট সঠিক বিচার চাই।
গোপালপুর এলাকার সাবান নামের এক ব্যাক্তি জানান,আমরা দেখি আসছি প্রায় ৪০ থেকে ৫০ বছর যাবত ওই জমি বারিক সরদারের দখলে আছে। সেখানে তিনি ধান চাষ করতেন। তিনি মারা যাওয়ার পর সেখানে তার সন্তানেরা চাষ করেন। আমি গত বছর থেকে তার সন্তানদের কাছ থেকে লিজ নিয়েছি৷ হঠাৎ করে কিছুদিন আগে তাদের চাচারা জোর করে সেই জমি দখল করেছে। আমাকে সেখান থেকে তুলে দিয়েছে। আমাকে তার চাচারা বলেছে এখানে আর চাষ করিসনি এই জমি আমাদের। তাই আমি সেখান থেকে উঠে এসেছি।
জিয়ারখী ইউনিয়নের ৭ নাম্বার  ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ বদরুল আলম বলেন, গোপালপুর এলাকায় আমারও বাড়ি। ওই জমিটা বারিক স্রদারের দখলে আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি। হঠাৎ করে দেখছি মালেক সরদার ওই জমিটা চষে নিছে। প্রায় ৪০ থেকে ৫০ বছর এটি বারিক সরদারের দখলেই ছিলো। তিনি মারা যাওয়ার পর তার সন্তানদের দখলে ছিলো। তার সন্তানরা ওই জমি বিভিন্ন জায়গায় লিজ ও কট রেখেছেন। এখানে আব্দুল মালেকরা কখনো দখলে ছিলোনা। এই ধানের মৌসুমেই তারা দখল করেছে। আসলে আমি মনে করি জমির কাগজ যার জমি তার। আমি চাই এই জমি নিয়ে এলাকায় কোন বিশৃংখলা না ঘটে।
এবিষয়ে অভিযুক্ত আব্দুল মালেকের সাথে কথা বললে তিনি বলেন,এটা আমার বাবার সম্পত্তি ১৯৮৮ সালের দলিল। এই জমি সবার অংশীদার। আমার বড় ভাইয়ের ছেলেরা অংশীদার যেহেতু আমার বড় ভাই মারা গেছে। আমি সরাসরি বেচে আছি আমিও অংশীদার আমার ৫ বোনও অংশীদার। আমার আরেক ভাস্তে আছে সেও অংশীদার। এই জমি আগেও খেতাম এখনো খাচ্ছি। ইনশাল্লাহ ধানও লাগানো হয়ে গেছে। আমার বাবার সম্পত্তি যেহেতু আমি দেওয়ানি কেস করেছি রেকর্ড কারেকশন চলবে এবং আমাদের মাননীয় প্রধান মন্ত্রী বলেছে দলিল যার জমি তার। তাহলে আমার বাবার দলিল কেনো আমি সম্পত্তি পাবো না। তারপরে আলমগীররা ১৪৪ ধারা কেস করলো। সেখানেও আমাকে জমি দিয়ে দিয়েছে উভয় পক্ষের স্ব-স্ব। যার যার দখল সেখানেই আমি আছি ইনশাল্লাহ। তারপর আমার ৫ বওনন আমার সাথে এবং আরেক ভাস্তেও আমার সাথে। আমি ওদের বলেছি তোরা যদি জমির দলিল দেখাতে পারিস আমার বাবা আমার বড় ভাইয়ের নামে জমি লিখে দিয়ে গেছে তাহলে আমি তোদের পা জরায়ে ধরে জমি থেকে উঠে চলে যাবো।

Previous articleদেলোয়ার হোসাইন সাঈদীর মরদেহের ময়নাতদন্তের বিষয়ে যা জানা গেল
Next articleকুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবকলীগের শোক র‍্যালী ও বঙ্গবন্ধু স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন