মোঃ রবিউল ইসলাম হৃদয় (কুষ্টিয়া) : কুষ্টিয়া মডেল থানাধীন দহকুলা পুলিশ ক্যাম্পের অভিযানে আন্তঃজেলা চোর চক্রের সদস্য ও একাধিক মামলার আসামী বাপ্পি সর্দার (৩০) নামের একজন গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত বাপ্পি সর্দার কুষ্টিয়া আলামপুর স্বস্থিপুর এলাকার দবির সর্দারের ছেলে।
শনিবার (১২ আগস্ট) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭ টার সময় স্বস্তিপুর শাহী মসজিদের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আশিকুর রহমানের নেতৃত্বে আলামপুর দহকুলা পুলিশ ক্যাম্পের আইসি এসআই মোঃ মঞ্জুরুল ইসলাম, এএসআই গোলাম মাবুদ, কন্সট্রেবল রবিউল ইসলাম ও শাহাদৎ সহ সংগীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।
পুলিশ ও মামলার এজাহার সুত্রে জানা যায়, গত ইং ০৯/০৮/২০২৩ তারিখ রাত অনুমানিক ১১ টার সময় কুষ্টিয়া মডেল থানাধীন স্বস্তিপুর এলাকার দুলাল সর্দারের বসত বাড়ীর গোয়াল ঘরে তার লালন পালনকৃত ০৩টি গরু দেখাশুনা করে গোয়ালঘরে শিকল দিয়ে তালাবদ্ধ করে ঘরে ঘুমিয়ে পড়ে।
পরবর্তীতে রাত অনুমান ০১ টার সময় গোয়াল ঘরের শব্দ শুনে তার ঘুম ভেঙ্গে যায়।তখন তিনি দ্রুত ঘুম থেকে উঠে বসত ঘরের বাইরে এসে দেখতে পাই যে ০২ জন ব্যক্তি তার গোয়াল ঘরে প্রবেশ করে গরুর গলার শিকল খোলার চেষ্টা করছে। তখন তিনি সহ তার বাড়ীর লোকজন স্বজোরে চোর চোর বলিয়া ডাকচিৎকার করলে আশপাশের লোকজন জেগে যায় এবং চোরদের ধাওয়া দেয়। এক পর্যায়ে চোর দুইজন দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে উত্তেজিত জনতা একজনকে ধরে ফেলে এবং অপর একজন পালিয়ে যায়। এমন সময় স্থানীয় লোকজন আলামপুর পুলিশ ক্যাম্পে সংবাদ দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে আটক চোরকে জিজ্ঞাসাবাদ করলে চোর সব ঘটনা শিকার করে এবং তার সাথে থাকা পলাতক চোরের সব নাম ঠিকানা বলে দেয়। পরে গরুর মালিক বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় আটককৃত ও পলাতক চোরের বিরুদ্ধে একটু গরু চুরির মামলা দায়ের করেন। যার মামলা নং – ২৯ তারিখ- ১২/০৮/২০২৩ ইং। জি আর নম্বর-৪২৩, ধারা- ৪৫৭/৩৮০/৫১১ দঃবিধি।
একাধিক সুত্রে জানা যায়, গ্রেফতারকৃত বাপ্পির বিরুদ্ধে এলাকায় ব্যাপক অভিযোগ রয়েছে। সে সকল অপরাধের সাথে জড়িত। অনেকেই আন্তঃজেলা চোর চক্রের সদস্য হিসেবেও তাকে বর্তমানে আখ্যায়িত করছেন৷ তার বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় আরও একটি হত্যা মামলা ও একটি হত্যা চেষ্টার মামলা রয়েছে। কুষ্টিয়া সদর থানার মামলা নং- ৩৩/৪৩৮, তারিখ: ২৫/০৯/২০২১, জি আর নং-৪৩৮/২০২১ ধারা- ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩০২/১১৪/৫০৬/১৪৮/৩৪ দঃবিধি। কুষ্টিয়া সদর থানার মামলা নম্বর-১৬ তারিখ- ১০/০৭/২০২৩ জি আর নম্বর- ৩৫৫ ধারা:-১৪৩/৩৪১/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬(২)/১১৪ দঃবিধি। (খুনের উদ্দেশ্য মারাত্মক জখমের অপরাধ)।
কুষ্টিয়া আলামপুর দহকুলা পুলিশ ক্যাম্পের আইসি
এসআই মোঃ মঞ্জুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আসামী বাপ্পির বিরুদ্ধে আজই চুরির মামলা দায়ের হয়েছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য থানা হাজতে পাঠানো হচ্ছে।

Previous articleকুষ্টিয়ায় পুলিশের অভিযানে পর্নোগ্রাফি উৎপাদন ও সরবরাহ করার অপরাধে ৮ জন আটক
Next articleদৌলতপুর থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ আটক ১