মোঃ রবিউল ইসলাম হৃদয় (কুষ্টিয়া) : কুষ্টিয়ায় র‍্যাবের বিশেষ অভিযানে নেশা জাতীয় নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট সহ শাহিনুর ইসলাম (৪২) নামের একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগষ্ট ২০২৩) ইং তারিখ দুপুর আনুমানিক দেড়টার সময় কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন চিথলিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শাহিনুর মিরপুর উপজেলার চিথলিয়া মাদ্রাসা পাড়া এলাকার মৃত মীর আবুল কাশেমের ছেলে।
র‍্যাব সুত্রে জানা যায়, র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি মোঃ গোলাম ফারুক এর নেতৃত্বে র‍্যাবের একটি চৌকষ আভিযানিক দল  গোপন সংবাদের ভিত্তিতে
কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন চিথলিয়া গ্রামে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে
১৭৭ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী শাহিনকে গ্রেফতার করেন।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় মাদক আইনে র‍্যাব বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করেন এবং উদ্ধারকৃত আলামতসহ আসামিকে কুষ্টিয়া মিরপুর থানায় সোপর্দ করেন।

Previous articleশার্শায় আশ্রয়ন প্রকল্পের ঘর পেয়েও ভালো নেই ভুক্তভোগীরা।
Next articleকুষ্টিয়ায় ৫ ঘন্টার ব্যবধানে দুই কারাবন্দীর মৃত্যু