মোঃ রবিউল ইসলাম হৃদয় : কেএমপি ( খুলনা মেট্রোপলিটন) পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হকের সাথে কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক লালন কন্ঠ পত্রিকা সম্পাদক মোঃ আনারুল ইসলাম স্বাধীন বিশেষ সাক্ষাতকার করেন।
সোমবার (০৭ ই আগস্ট) কুষ্টিয়া থেকে আনারুল ইসলাম স্বাধীন ভালোবাসার টানে খুলনা গিয়ে পুলিশ কমিশনার মোজাম্মেল হকের সাথে সাক্ষাত করেন।
ডিআইজি মোজাম্মেল হক হাইওয়ে পুলিশ থেকে বদলী হয়ে সোমবার খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি র্যাব -৪ এর পরিচালক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
সাক্ষাত কালে তিনি বলেন, আমি সন্ত্রাস ও মাদক মুক্ত সমাজ গড়ার জন্য দৃঢ অঙ্গিকার বদ্ধ।আমার জিবনের বিনিময়ে হলেও আমি সমাজের এসব কিটদের মুল শিখোড় উপরে দিবো। খুলনা একটা বিভাগীয় শহর। এটা ক্রাইম জোন এলাকা। এই অঞ্চলের অপরাধীরা যতবড় শক্তিশালীই হোক না কেনো তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।