কুমারখালী প্রতিনিধি : কুষ্টিয়া কুমারখালী উপজেলার কয়া এলাকায় মোছাঃ মাৰিয়া খাতুন (৪০) ও তার ছেলে রানা (১৮) নামের দুইজনকে মারধর করে বাড়িঘর ভাংচুর করেছে এলাকার বখাটেরা। রবিবার (৬ আগষ্ট) বিকাল ৪ টার সময় উপজেলার কয়া ইউনিয়নের উত্তর কয়া গ্রামে ঘটনাটি ঘটে। আহতরা বর্তমানে কুমারখালী ৫০ শয্যা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বিষয়টি নিয়ে ভুক্তভোগী মাবিয়া খাতুন কুমারখালী থানায় ৭ জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন উত্তর কয়া এলাকার খালেক শেখের ছেলে মোঃ হাফিজুল ইসলাম (৩৫),-মোঃ রবিউল ইসলামের ছেলে মোঃ অন্তর (২৭),মোঃ মজনু শেখের ছেলে মোঃ হৃদয় (২৮),মোঃ অছেল শেখের ছেলে মোঃ তুষার (২৫),খালেক সেখের ছেলে ৫) মোঃ হাবিল (৪২),
মোঃ হাফিজ (৫০),ও মোঃ দুখু (২২)।
অভিযোগ সুত্রে জানা যায়, রবিবার বিকালে ভুক্তভোগীর বাড়ীতে অভিযুক্তরা প্রবেশ করে তার ছেলে রানাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। সেসময় ভুক্তভোগীর ছেলে রানা গালিগালাজ করতে নিষেধ করলে অভিযুক্তরা হাতে থাকা কাঠের বাটাম দিয়ে তার শরীরের বিভিন্ন জায়গায় এলোপাথারী আঘাত করে। পরে তার ছেলেকে মারধরের হাত থেকে বাচাতে আসলে ভুক্তভোগী মাবিয়া খাতুনকে চুলের মুঠি ধরে চর থাপ্পর কিল ঘুষি ও লাথি মেরে মারাত্মক জখম করে। পঅরে স্থানীয়রা ছুটে এসে ভুক্তভোগী ও তার ছেলেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়৷ এবিষয়ে ভুক্তভোগী পরিবার প্রশাসনের নিকট অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করে সঠিক বিচারের দাবি জানিয়েছেন৷