গতকাল ৫ ই আগষ্ট ২০২৩ ইং, রোজ শনিবার বঙ্গবন্ধু সুপার মার্কেটে সত্যখবর মিডিয়া লিমিটেডর স্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, দৈনিক সত্যখবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং এশিয়ান টিভির কুষ্টিয়া প্রতিনিধি, মফস্বল সাংবাদিক ফোরাম এবং আওয়ামী সাংস্কৃতিক ফোরাম কুষ্টিয়া জেলা শাখার সভাপতি, বিশিষ্ট সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক এবং সাংবাদিক জনাব হাসিবুর রহমান রিজুকে ফুলেল শুভেচ্ছা জানান কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদ ও কুষ্টিয়া ক্রীড়া সংসদের নেতৃবৃন্দ।
দুই বাংলার যুব সমাজের ঐক্য বিনির্মাণে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে বাঙালি জাতিসত্ত্বাকে কাটা তারের বেড়ার গন্ডি মিটিয়ে অসাম্প্রদায়িক চেতনাকে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আনাচে কানাচে ছড়িয়ে দিতে কাজ করে চলেছে ভারত বাংলাদেশ যুব মৈত্রী পরিষদ।
এসময় বিশিষ্ট সাংবাদিক নেতা ও সমাজসেবক হাসিবুর রহমান রিজু বলেন, ” সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সামাজিক উদ্যোগই সমাজ থেকে অন্ধকার দূরীকরণের মাধ্যমে আলোকিত করতে পারে যুব সমাজকে, যুবাদের মাধ্যমেই পৃথিবীর বিভিন্ন স্থানে বিপ্লব ঘটে শান্তির পক্ষে, আমরা দুই বাংলার সবত্র অসাম্প্রদায়িক চেতনাকে ছড়িয়ে দিতে চমকপ্রদ কর্মসূচি নিয়ে মাঠ পর্যায়ে কাজ করবো ইনশাআল্লাহ। ”
ভারতের চন্ডিগড় বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে বিদ্যার্থী পিএইচডি গবেষক, সম্মিলিত সামাজিক জোটের প্রতিষ্ঠাতা সদস্য সচিব ও আইনজীবী সুরক্ষা আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো মুহাইমিনুর রহমান পলল বলেন, ” জনাব রিজু প্রায় এক যুগ ধরে সাংস্কৃতিক, সামাজিক কর্মসূচি এবং মাদক বিরোধী আন্দোলন নিয়ে কুষ্টিয়ার প্রান্তিক পর্যায়ে কার্যক্রম চালিয়ে সমাজ উন্নয়নে ভূমিকা রেখে চলেছেন, তার উত্তরোত্তর সফলতা কামনা করছি, যুব সমাজের প্রেরণাদায়ক এমন প্রকৃত গুণী মানুষেরাই সমাজকে আলোকিত করার যোগ্য কারিগত, তার পাশে আছি সর্বদা। ”
এসময় আরোও উপস্থিত ছিলেন কুষ্টিয়া ক্রীড়া সংসদের চেয়ারম্যান এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সহসভাপতি বিশিষ্ট ক্রীড়া সংগঠক নকীব হাসান মান্তু, কুষ্টিয়া ফিল্ম সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদের সহ প্রতিষ্ঠাতা মিনহাজ উদ্দিন শিমুল, কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদ ও কুষ্টিয়া ক্রীড়া সংসদের সদস্য মিলন আহমেদ।
এসময় সংগঠনের নেতৃবৃন্দদের কথোপকথনে বিগত এক যুগে কুষ্টিয়া উন্নয়নের প্রামাণ্যচিত্র নির্মাণ ও প্রচার এবং আওয়ামী সাংস্কৃতিক ফোরাম ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কুষ্টিয়া জেলা শাখার যৌথ উদ্যোগে উন্নয়ন প্রচার কর্মসূচির সাংগঠনিক মতবিনিময় অনুষ্ঠিত হয়।

Previous articleকুষ্টিয়ায় গড়াই নদীতে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার
Next articleদৌলতপুর থানা পুলিশের অভিযানে গাঁজা সহ আটক ১