বিশেষ প্রতিনিধি : কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুরে বিয়ে বাড়ির দাওয়াতে মাংস কম দেওয়ার কারনে ক্ষিপ্ত হয়ে লাইবা ব্যাপারী নামের (৬০) বছর বয়সী এক বৃদ্ধকে বেধরকভাবে মারপিত করে আহত করে বাড়িঘর ভাংচুর করার অভিযোগ উঠেছে।
শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৮ টার সময় হাটশ হরিপুর ইউনিয়নের শালদাহ গ্রামে এই ঘটনা ঘটে। আহত লাইবা ব্যাপারী শালদাহ গ্রামের মৃত দ্বীনি ইসলামের ছেলে।
অভিযোগ উঠেছে হরিপুর শালদাহ এলাকার নজু ব্যাপারীর ছেলে লিমন হোসেন (২৮), নদী ব্যাপারীর দুই ছেলে মোঃ নজু (৫৫), মোঃ জহুরুল ব্যাপারী (৫০) এই মারপিট করেছে। বিষয়টি নিয়ে ভুক্তভোগী লাইবা ব্যাপারী কুষ্টিয়া মডেল থানায় বিচার চেয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, ভুক্তভোগী লাইবা ব্যাপারীর ভাইয়ের ছেলের মেয়ের বিবাহ অনুষ্ঠানে খাওয়া দাওয়ার সময় মাংস কম দেওয়ার কারনে বিয়ে বাড়িতেই উপরোক্ত অভিযোগকারীদের লাইবা ব্যাপারীর কথাকাটাকাটি হয়।কথাকাটাকাটির একপর্যায়ে তারা তাকে এলোপাথাড়ীভাবে কিল, ঘুষি মারে৷ সেই সময়েই বিয়ের অনুষ্ঠানের লোকজন বিষয়টি মিমাংসা করে দেয়। উক্ত ঘটনার পর রাত সাড়ে ৮ টার দিকে রাগ মেটানোর জন্য অভিযুক্তকারীরা লাইবা ব্যাপারীর বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় তিনি ঘর থেকে বাইরে এসে গালিগালাজ করতে নিষেধ করলে তারা ক্ষিপ্ত হয়ে বাঁশের লাঠি দিয়ে লাইবা ব্যাপারীর সারা শরীরে এলোপাথাড়ীভাবে মারপিট করে আহত করে৷ পরে লাইবা ব্যাপারীর আত্মচিৎকারে স্থানীয় লোকজন এসে লাইবা ব্যাপারীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

Previous articleকুমারখালীর ছেউড়িয়াতে মাদক ও সন্ত্রাস বিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত
Next articleশেরপুরে শেখ কামালের ৭৪তম জন্ম বার্ষিকী পালিত