মোঃ রবিউল ইসলাম হৃদয় : কুষ্টিয়া কুমারখালী উপজেলার ছেউড়িয়া মন্ডলপাড়া এলাকায় মাদক ও সন্ত্রাস বিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুকরবার (০৪ আগস্ট) ছেউড়িয়া জয়নাবাদ মন্ডলপাড়া এলাকাবাসীর আয়োজনে বিকাল ৪ টার সময় চাপড়া ইউনিয়নের ছেউড়িয়া মন্ডলপাড়া গড়াই নদী সংলগ্ন ফুটবলার খেলার মাঠ প্রাঙ্গনে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আকিবুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের সদস্য মোঃ সেলিম হক,কুমারখালী থানা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা জাহিদ হোসেন, কুষ্টিয়া জেলা স্বর্ণশিল্পী সমিতির সাধারন সম্পাদক ও সমাজ সেবক মোঃ আনিসুর রহমান, বাঁধবাজার পুলিশ ক্যাম্পের আইসি এসআই মিরাজুল ইসলাম, সমাজ সেবক আনিসুর রহমান লিটন, কুষ্টিয়া পৌরসভার ১০ নং ওয়ার্ড কাউন্সিলর কিশোর কুমার ঘোষ জগৎ, চাপড়া ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য নুর মোহাম্মদ পুকাড়ে,৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রিপন মন্ডল,৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য লাল্টু রহমান, সমাজসেবক আল কাদরী সহ গন্যমান্য ব্যাক্তিরা। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ৬নং চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এনামুল হক মনজু।
অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথির বক্তব্যে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আকিবুল ইসলাম বলেন, এই এলাকায় যারা মাদকের সাথে জড়িত আমি তাদেরকে একটি ম্যাসেজ দিতে চাই৷ মাদক ছাড়ো নইতো এলাকা ছাড়ো। প্রকাশ্যো জিবীকায় আসো মাদক ছাড়ো। মাদকের সাথে কোন আপশ নেই। মাদক ব্যবসায়ী যতবড় শক্তিশালীই হোক না কেনো তাকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।