কুষ্টিয়া প্রতিনিধি :কুষ্টিয়া কুমারখালী থানাধীন যদুবয়রা পুলিশ ক্যাম্পের আইসি এসআই মোঃ বিল্লাল হোসেন খানের ব্যাপক তৎপরতায় আইনশৃঙ্খলা পরিস্থিত ব্যাপক উন্নতি হয়েছে। কমেছে পুলিশ ক্যাম্প এলাকায় চুরি,ছিনতাই সহ মারামারির ঘটনা। ফিরেছে জনমনে স্বস্তি।
সুত্রে জানা যায়, ২০০৬ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন বিল্লাল হোসেন খান। ২০১৮ সালে তিনি প্রমোশন পেয়ে এসআই হিসেবে পদন্নোতি পান। ২০২২ সালের ডিসেম্বরে মাসের ১ তারিখে কুমারখালী থানার অন্তর্গত যদুবয়রা পুলিশ ক্যাম্পের আইসি হিসেবে যোগদান করেন তিনি। ক্যাম্পে যোগদানের পর থেকেই তিনি শুরু করেন অপরাধীদের বিরুদ্ধে অভিযান। যোগদানের মাসেই তিনি প্রায় ১৫ টি পুরাতন ওয়ারেন্ট আসামী গ্রেফতার করে তামিল করেন। এই পর্যন্ত তিনি মাদক সহ বিভিন্ন ধরনের ১৫ টি মামলা দিয়েছেন। এর মধ্যে একটি মাদকের চর অপারেশন ছিলো ২৮ কেজি গাজার গাছ।
শুধু তাই নয়, যদুবয়রা ইউনিয়নের এনায়েতপুর বাজারে তাসের জুয়ার তপদ্রব ছিলো অনেক বেশি। এসআই বিল্লালের তৎপরতার কারনে ওই এলাকায় জুয়া খেলা বন্ধ হয়েছে৷ এছাড়াও যদুবয়রা উত্তর চাদপুর গ্রামে দুই এলাকার মানুষের আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিলো। দুই পক্ষেরই মজুদ রাখা ছিলো বিপুল পরিমান দেশীয় অস্ত্র। এসআই বিল্লালের নেতৃত্বে গত রোজার মাসে
কঠোর ও সাড়াষি অভিযান পরিচালনা করে দুই পক্ষের নিকট থেকেই বিপুল পরিমান ঢাল, সড়কি, তলোয়ার, হাসুয়া সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।বর্তমানে বিপুল পরিমান এই দেশীয় অস্ত্র উদ্ধারের কারনে এলাকায় সহিংসতা রোধ হয়েছে। তবুও যাতে আবারো কোন সহিংসতা না হয় এজন্য প্রতিমাসে ক্যাম্প এলাকার বিভিন্ন স্থানে ২ বার বিট পুলিশিং সভা পরিচালনা করেন এসআই বিল্লাল। এসআই বিল্লালের এই ভুমিকার কারনে এল্কার সাধারন জনগনের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
যদুবয়রা এলাকার একজন সচেতন নাগরিক বলেন, যদুবয়রা পুলিশ ক্যাম্পে এসআই বিল্লাল হোসেন যোগদানের পর থেকে এলাকায় শান্তি ফিরে এসেছে। যে কোন ধরনের সমস্যার জন্য ক্যাম্পে ফোন দিলেই তিনি সাথে সাথে ফোর্স নিয়ে চলে আসেন। তিনি এলাকা থেকে কয়েকজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন। মাদক উদ্ধার করেছেন। নিয়মিত বিট পুলিশিং সভা করেন। তারমত অফিসার আছে জন্য আমরা রাতে শান্তি করে ঘুমাতে পারি। তারপরেও একটি কুচক্রি মহল এসআই বিল্লালের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে চলতি মাসের ৯ তারিখে কয়েকটি গনমাধ্যমে একটি মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছেন। আমরা যদুবয়রা বাসী সেই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এবিষয়ে যদুবয়রা পুলিশ ক্যাম্পের আইসি এসআই বিল্লালের সাথে কথা বললে তিনি জানান, আমরা বাংলাদেশ পুলিশে যোগদান করার পর থেকেই সাধারন মানুষের কল্যানে মন প্রান দিয়ে কাজ করি। সব সময় ন্যায়ের পথে থেকে অপরাধীদের বিরুদ্ধে কাজ করি।তারপরেও আমার বিরুদ্ধে একটি কুচক্রি মহল অপপ্রচারে ব্যাস্ত হয়ে পরেছিলো। আমার যত বাধাই আসুক আমি ন্যায়ের পথে থেকেই কাজ করে যাবো।

Previous articleকাউখালী থেকে পুলিশের লেখা বই নিতে কুষ্টিয়ায় ছুটি এলেন মনোয়ারুল ইসলাম
Next articleকুষ্টিয়ায় জামায়াতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত