এ্যাড. পললঃ গতকাল ২৭ শে জুলাই, ২০২৩ ইং রোজ বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার ইয়াসির আরাফাত তুষারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মানব চাকীর পরিচালনায় সংগঠনটির ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয় কুষ্টিয়ায়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া সরকারি কলেজের বিপরীতে অবস্থিত বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং সাধারণ সম্পাদক এর ব্যক্তিগত কার্যালয়ে সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীদের নিয়ে সভাপতির নেতৃত্বে কেক কাটার মাধ্যমে স্বেচ্ছাসেবকলীগের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র সহসভাপতি আলিফ হোসেন, সহসভাপতি আশিক রায়হান উচ্ছল, যুগ্ম সাধারণ সম্পাদক মোমিনুল হক মোমিন, স্বপন হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রীতম মজুমদার, স্বেচ্ছাসেবকলীগ নেতা ও কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌকির আহমেদ, উপ সাংস্কৃতিক সম্পাদক মিনহাজ উদ্দিন শিমুল, সাবেক দপ্তর সম্পাদক একে আজাদ, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ সিদ্দিকী মানিক।
এছাড়াও উপস্থিত ছিলে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এস কে সজীব, সাগর মাহমুদ, কুষ্টিয়া শহর স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি অমিত হাসান বাধন, যুগ্ম সাধারণ সম্পাদক জেড এম ইসলাম জাহিদ, পরিতোষ দাস, প্রচার সম্পাদক স্বপ্ন ঘোষ, দপ্তর সম্পাদক সীমান্ত সাহা উপ প্রচার সম্পাদক বিপন কুমার কর্মকার, আইন সম্পাদক হাফিজ আল নাহিদ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মির্জা আহমেদ, সদস্য শুভ বিশ্বাস প্রমুখ।
উল্লেখ্য যে ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণভবনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশেকে উন্নয়নের রোল মডেল বিনির্মাণের প্রধান কারিগর, মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ছাত্রনেতা গাজী মেজবাউল হোসেন সাচ্চুকে ভারমুক্ত করে সভাপতি ঘোষণা করেন। এ উপলক্ষ্যে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়েছেন কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবকলীগের সর্বস্তরের নেতাকর্মীর পক্ষ থেকে সভাপতি ইঞ্জিনিয়ার ইয়াসির আরাফাত তুষার এবং সাধারণ সম্পাদক মানব চাকী।