দেডুয়া খালপাড়ায় মিমি খাতুন(২৪) নামের একজন বাড়ি থেকে মাগুরার উদ্দেশ্যে ওষুধ কিনতে বেড় হয়ে তিনি আর বারিতে ফিরে যান নি।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকাল আনুমানিক সাড়ে তিন টার সময় এ ঘটনা ঘটে । নিখোঁজ মিম মাগুরা জেলার দেড়ুয়া খালপাড়া এলাকার আশরাফ লস্করের কন্যা।

এলাকাবাসী সূত্রে জানা যায় প্রায়ই ১১ বছর পূর্বে মিমি খাতুনের বিবাহ মাগুরা জেলার শ্রীপুর থানার আক্তার হোসেনের ছেলে মিন্টু হোসেনের সাথে হয়েছিল এবং তাদের সাত বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। কয়েকদিন আগে মিন্টু হোসেনকে ডিভোর্স দিয়েছেন মিমি খাতুন, এই নিয়ে এলাকাতে জল্পনা কল্পনার শেষ নেই।

এ বিষয়ে মিমি খাতুন এর বাবা আশরাফ লস্কর মাগুরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Previous articleদৌলতপুরে নৌকার পক্ষে বোয়ালিয়া ইউনিয়নে গণসংযোগে রেজাউল হক চৌধুরী।
Next articleবেনাপোল সানরাইজ স্কুলের উদ্দ্যোগে ডেঙ্গু পতিরোধে র‍্যালি ও লিফলেট বিতরণ।