আমিন হাসান: মাদক নির্মূল কেবল পুলিশের একার পক্ষে সম্ভব নয়। পুলিশের পাশপাশি সমাজের সব শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। ‘স্বচ্ছতা নিয়ে কাজ করতে এসেছি। জনসেবা করতে এসেছি। নির্ভেজাল সেবা দিয়ে আইনশৃঙ্খলা ঠিক রাখতে চাই এমন মন্তব্য করেছেন কুষ্টিয়া জেলায় সদ্য যোগ দেওয়া পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব।
সোমবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মাদক ও চোরাচালানের মতো অপরাধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স।মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে, থাকবে। এতে সবার সহযোগিতা চাই।
এর আগে পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব
তাঁর বক্তব্যে পুলিশ মহাপরিদর্শকের কাজের উদাহরণ তুলে ধরে সেই কাজগুলো পালন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। দুর্নীতি থাকবে না, মাদকমুক্ত করতে হবে, নির্যাতন বা হয়রানিমূলক কোনো কিছু হবে না, পুলিশিং সেবা জোরদার করা হবে এবং স্বচ্ছতা ও জবাবদিহি থাকবে। নির্ভেজাল পুলিশি সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেওয়া হবে।
মতবিনিময় সভায় গণমাধ্যমকর্মীদের মধ্য থেকে বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, এডিটর ফোরামের সভাপতি মুজিবুল শেখ,
সাংবাদিক হাসান আলী, শরীফ বিশ্বাস, এস এম রাশেদ প্রমুখ।
সেখানে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ,অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন। এসময় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।