মোঃ রবিউল ইসলাম হৃদয় (কুষ্টিয়া) কুষ্টিয়া মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০ পিস নিষিদ্ধ নেশা জাতীয় ইয়াবা ট্যবলেট সহ হাবিল(৫০) নামের একজন মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
সোমবার (২৪ জুলাই)  বিকাল আনুমানিক ৬ টার সময় কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর মবেরের মোড় এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী হাবিল হাটশ হরিপুর বিশ্বাস পাড়া এলাকার মৃত খবির উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, কুষ্টিয়া মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুর রহমানের নেতৃত্বে এসআই এনামুল হক,এএসআই আসাদুল ইসলাম , এএসআই শাহীন আলম, কন্সট্রেবল সোহেল,ও কন্সট্রেবল সেলিম রেজা সহ সংগীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর এলাকার মবেরের মোড় এলাকা থেকে মাদক ব্যবসায়ী  হাবিলকে আটক করে। এসময় মাদক ব্যবসায়ী হাবিলের দেহ তল্লাশী করে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
কুষ্টিয়া মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুর রহমানের সাথে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, মাদকের নিয়মিত অভিযানের ন্যায় ৮০ পিস ইয়াবা সহ একজনকে আটক করা হয়েছে। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। কুষ্টিয়া মডেল থানা এলাকায় মাদকের সাথে জড়িত ব্যাক্তিদের কোন ছাড় দেওয়া হবেনা তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

Previous articleদৌলতপুরে শিক্ষা মন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও জাতীয়করণ দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
Next articleকুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবকলীগের ২৯ তম প্রতিষ্ঠবার্ষিকী উপলক্ষ্যে বর্ধিত সভা অনুষ্ঠিত