নিজস্ব প্রতিবেদকঃ কুষ্টিয়ার ভেড়ামারায় সোহা (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী কে অপহরণ করা হয়েছে। অপহৃত সোহার মামা সোহেল রানা বাদী হয়ে ভেড়ামারা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। যার নাম্বার ৩ তারিখ ৭/৭/২৩। মামলা সূত্রে জানা গেছে, গত ৩ জুলাই সন্ধ্যা ৬ টায় নিজ বাড়ির সামনে পাকা রাস্তার ওপরে একাকী আসলে পূর্ব থেকেই ওৎ পেতে থাকা পারভেজ আলী সরদারসহ অজ্ঞাতনামা ১০/১২ জন মুখোশধারী সন্ত্রাসীরা জোরপূর্বক সোহা কে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর পারভেজ আত্মগোপনে রয়েছে। অভিযুক্ত পারভেজ চন্ডিপুর মধ্যপাড়ার আব্দুল হালিম সরদারের ছেলে। জান্নাতুল মাওয়া সোহার সন্ধান না পেয়ে মা হ্যাপী আক্তার বলেন, নাবালিকা মেয়ে কে যারা অপহরণ করেছে তাদের গ্রেফতারের দাবী জানাই।
এ বিষয়ে ভেড়ামারা থানার ওসি জহুরুল ইসলাম মুঠোফোন জানান, অপহরণ কারিকে খুব শীঘ্রই আইনের আওতায় আনা হবে আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি।