মোঃ রবিউল ইসলাম হৃদয় (কুষ্টিয়া): কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল ও জেলা কৃষক দলের আহবায়ক আরিফুর রহমান সুমনের ইয়াবা সেবনের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
শুক্রবার (২১ জুলাই) বিভিন্ন নামের ফেসবুক আইডিতে এই ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হওয়ার পর কুষ্টিয়ার সচেতন নাগরিক সহ বিএনপির বিভিন্ন ইউনিটের সংগঠনের নেতা ও কর্মীদের মাঝে ব্যাপক সমালোচনার ঝর উঠেছে। ভাইরাল হওয়া একটি ভিডিও চিত্রের ক্লিপ প্রতিবেদকের হাতে পৌছায়।
ভিডিও চিত্রে দেখা যায় একটি রুমের মধ্যে খালি গায়ে স্বেচ্ছা সেবক দলের নেতা আবু সাঈদ জাকারিয়া উৎপল কৃষক দলের নেতা আরিফুর রহমান সুমনকে ইয়াবা খাওয়াই দিচ্ছেন। সুমন একটি পাইপের মাধ্যমে সেই ইয়াবা সেবন করছেন। এসব ভিডিও সাধারন জনগন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখার পর থেকে বিএনপির নেতাকর্মীদের নিয়ে নানা ধরনের মন্তব্য করছেন। অনেকেই বলছেন এসব মাদকসেবী বিএনপি নেতাদের কারনেই বিএনপি দলের পতন ঘটতে চলেছে।
একাধিক সুত্রে জানা যায়, ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হওয়া দুই নেতা উৎপল ও সুমন কুষ্টিয়া সদর (৩) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক ও কুষ্টিয়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ইঞ্জিয়ার জাকির হোসেন সরকারের সমর্থিত লোক। ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের নেতৃত্বেই তারা বিএনপির মিছিল,মিটিং সহ যাবতীয় দায়িত্ব পালন করেন।
এবিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক ও কুষ্টিয়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ইঞ্জিয়ার জাকির হোসেন সরকারের সাথে যোগাযোগ করার জন্য তার ব্যবহৃত নাম্বারে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভড করেননি।
বিষয়টি নিয়ে কুষ্টিয়া জেলা কৃষক দলের আহবায়ক আরিফুর রহমান সুমনের সাথে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করা হলে তিনি প্রথমে ফোন রিসিভড করে স্বেচ্ছা সেবক দলের নেতা উৎপলকে ফোন ধরিয়ে দিলে তিনি বলেন, এই ভিডিওটা কয়েকমাস আগের। এখানে দৌলতপুরের সাবেক এমপি বাচ্চু মোল্লার ছেলে শিশির মোল্লাও আমাদের সাথে ইয়াবা সেবন করেছে। শিশিরই এই ভিডিও ধারন করেছে। সাবেক এমপি বাচ্চু মোল্লা চক্রান্ত করে আমাদের ভিডিও ধারন করিয়েছে৷ বাচ্চু মোল্লার ছেলে শিশির মোল্লা স্বেচ্ছাসেবক দলের নেতা হওয়ার জন্য আমাদের ডেকে নিয়ে গিয়ে ইয়াবা খাওয়াইয়ে ভিডিও করেছে। এই ভিডিও নিয়ে কয়েকমাস আমাদের ব্লাকমেইল করেছেন তারা। এখন যদি এই ভিডিও ভাইরাল হয়ে যায় তাহলে হোক। নিউজ হলে হোক সমস্যা নাই।
কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টা কানে আসছে আমরা এখনো ভিডিওটা দেখিনাই। এই রকম যদি কোন কিছু হয় তাহলে একটি তদন্ত কমিটি গঠন করা হবে তারপর ব্যাবস্থা গ্রহন করা হবে।
এব্যাপারে দৌলতপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য বাচ্চু মোল্লার সাথে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার এবং আমার ছেলের বিরুদ্ধে যেই অভিযোগ করা হচ্ছে এটা মিথ্যা কথা। এটা সম্ভবত কুষ্টিয়ারই ঘটনা। তারা বিষয়টি নিয়ে শুধু শুধু আমাদেরকে দোষারপ করছেন।
কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি ও কুষ্টিয়া -৪ (খোকসা-কুমারখালী) আসনের সাবেক সংসদ সদস্য সেয়দ মেহেদী আহম্মেদ রুমীর সাথে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করা হলে তিনি বলেন, মাদকের সাথে এবং মাদক সেবনের সাথে যদি বিএনপির কেউ জড়িত থাকে তাহলে আমরা সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে একশন নিবো।

Previous articleবাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যান সমিতির উদ্দেশ্য
Next articleকুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার