আজ ১৪ই জুলাই, ২০২৩ ইং সকাল ১০ টায় বিগত সাধারণ সভায় ঘোষিত বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার খন্দকার সালাউদ্দিন, মানু চৌধুরী ও মুর্শিদুল আলম দোদুলের অর্থায়নে উক্ত কর্মসূচি সফল হয়।
থানাপাড়া ঈদগাহের সভাপতি ও কুষ্টিয়া জেলা আওয়ামীলীগ এবং রেড ক্রিসেন্ট সোসাইটি কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা জননেতা আজগর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আয়ুব হোসেনের পরিচালনায় উক্ত বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠান উপস্থিত ছিলেন থানাপাড়া ঈদগাহ প্রধান ইমাম মাওলানা লিয়াকত আলী উপদেষ্টা মো: শওকত আলী, যুগ্ম সম্পাদক মনোয়ার হোসেন মান্না, কোষাধ্যক্ষ ও কুষ্টিয়া সিটি কলেজের অধ্যাপক রোটারিয়ান ওবাইদুর রহমান, প্রচার সম্পাদক জিল্লুর রহমান ও কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক নুর ইসলাম, নির্বাহী সদস্য সাইফুল আলম রোকন, নিয়ামত আলী, ঈদগাহ কমিটির সদস্য ও গড়াই ক্রীড়া সংসদের সাংগঠনিক সম্পাদক ফয়সাল ইকবাল মৌসুম, সদস্য তৌহিদুল ইসলাম শুভসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
থানাপাড়া ঈদগাহ কমিটির সদস্য ও সম্মিলিত সামাজিক জোট কুষ্টিয়ার অন্যতম প্রতিষ্ঠাতা এবং সমন্বয়ক অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পলল বলেন, ” বিগত সাধারণ সভায় সেক্রেটারি জনাব আয়ুব হোসেন বৃক্ষ রোপন কর্মসূচির প্রস্তাব রাখলে উপস্থিত সকলে সমর্থন দেন, এরই ধারাবাহিকতায় আজ পবিত্র জুম্মার দিন ঈদগাহ ময়দানে বৃক্ষ রোপন করা হয়, থানাপাড়া স্মার্ট সভাপতি ও ডাইনামিক সেক্রেটারির নেতৃত্বে আরো দারুণ কার্যক্রম আসছে উন্নয়ন কর্মসূচির মাধ্যমে, থানাপাড়ার সকল বাসিন্দাদের সহযোগিতা ও দোয়ার মাধ্যমে এগিয়ে যাবে থানাপাড়া ঈদগাহ “

Previous articleদৌলতপুরে পল্লীবন্ধু এরশাদের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত
Next articleকুষ্টিয়া মন্ডলপাড়া এলাকায় মাদক, সন্ত্রাস ও অপরাধীদের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত