গত ১১ ও ১২ জুলায় জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা হাউজিং এটেস্ট মডেল স:প্রা:বি:,কুষ্টিয়া সদর,কুষ্টিয়া অনুষ্ঠিত হয়।এই প্রতিযোগিতায় ১১ তারিখ চিএাংকনে প্রথম স্থান অধিকার করে ও সৃজনশীল নৃত্য(সাধারন) প্রথম স্থান অধিকার করে।১২ জুলায় সৃজনশীল নৃত্য(সাধারন) এই প্রথম স্থান অধিকারী হয়েছে।এছাড়া বিভিন্ন সরকারীও বেসরকারি প্রতিষ্ঠানে প্রতিযোগিতায় অংশ গ্রহন করে,প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছে,যেমন-কুষ্টিয়া পৌরসভা,শিল্পকলা একাডেমি,শিশু একাডেমি,রবিন্দ্র মৈএী বিশ্ববিদ্যালয়,মেধা,মেরিট স্কুল,বঙ্গ বন্ধু সাংকৃতিক পরিষদ,ও খুলনা বিভাগীয় প্রতিযোগিতায় এবং অনেক প্রতিষ্ঠানের প্রতিযোগিতায় অংশ গ্রহন করে পুরষ্কারের অধিকারী হয়েছে। মৃদুলা মেহেদী কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর অষ্টম শ্রেনির ছাএী।অত্যান্ত ভালো নৃত্য ও চিত্র অঙ্কন করেন।
পিতা এ্যাড:মেহেদী হাসান সিদ্দিকী,পাবলিক প্রসিকিউটর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কুষ্টিয়া এবং মাতা রুপা সিদ্দিকী একজন গৃহিনী।
সকলের কাছে মৃদুলা মেহেদীর জন্য দোয়া ও সুস্বাস্থ্য কামনা করেছেন তার পরিবার।

Previous articleবাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি কুষ্টিয়া জেলা শাখার কমিটি গঠন 
Next articleকুষ্টিয়ার জনবান্ধব পুলিশ সুপার খাইরুল আলম এর বদলী জনিত বিদায় সংবর্ধনা