নিজস্ব প্রতিবেদকঃ মেহেরপুর জেলার গাংনী থানাধীন মোহাম্মদপুর গ্রামের সঙ্গীতা (২৫) নামে এক গৃহবধু সপ্তাহব্যাপী নিখোঁজ রয়েছেন। সে মোহাম্মদপুর গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে মিলনের স্ত্রী।
এই ঘটনায় গাংনী থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেন নিখোঁজ গৃহবধূর বাবা মোফাজ্জেল হোসেন (৫৬)। সে দৌলতপুর উপজেলার গোড়ারপাড়া গ্রামের বাসিন্দা। গাংনী থানার জিডি নং- ২৪৭ তাং ৬/৭/২৩।
তিনি জানান,৭ বছর পুর্বে মিলনের সাথে সঙ্গীতার বিয়ে হয়। ঈদ -উল-আযহার ১০ দিন পূর্বে গরুর ব্যাবসা করার জন্য মিলনকে ধার বাবদ ২ লাখ টাকা দেন মোফাজ্জেল। সেই টাকা ফেরত দিতে সঙ্গীতা শুক্রবার (৩০ জুন) বিকাল ৩ টায় বাবার বাড়ীর উদ্দেশ্যে রওনা দেয়। এরপর থেকে সে নিখোঁজ। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান মিলেনি। নিখোঁজ হওয়া গৃহবধূর গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোল, লম্বা মাঝারি গঠনের। কোন হৃদয়বান ব্যাক্তি তার সন্ধান পেলে নিকটস্থ থানায় জানানোর জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।