মোঃ রবিউল ইসলাম হৃদয়,কুষ্টিয়া: কুষ্টিয়ায় র‍্যাবের বিশেষ অভিযানে ৩২ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ এরশাদুল হক (৩৪) ও মোস্তাক (২৫) নামের ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (০৫ জুলাই ২০২৩ ইং) তারিখ রাত আনুমানিক সাড়ে ৩ টার সময় কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন রানাখড়িয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী এরশাদুল কুরিগ্রাম জেলার নাগেশ্বরী থানাধীন
পশ্চিম রায়গঞ্জ এলাকার আলাল উদ্দিনের ছেলে এবং মোস্তাক একই জেলার কচাকাটা থানাধীন
টেপারকুটি মোল্লাপাড়া এলাকার মাহাআলমের ছেলে।
র‍্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিনিঃ এএসপি মোঃ গোলাম ফারুক এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় কুষ্টিয়া মিরপুর উপজেলার মেসার্স জ্যোতি ফিলিং ষ্টেশন এর সামনে গোপন সংবাদের ভিত্তিতে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, যার আনুমানিক মূল্য ৬,৫০,০০০/-(ছয় লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করেন৷
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ আসামিদেরকে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।
এবিষয়ে র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিনিঃ এএসপি মোঃ গোলাম ফারুকের সাথে কথা বললে তিনি জানান, এই ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‍্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। মাদক ব্যবসায়ী,সন্ত্রাসী,চাদাবাজরা যতবড়ই শক্তিশালী হোক না কেনো তাদের শিকড় উপরে ফেলা হবে।

Previous articleমিরপুরে প্রতিপক্ষের হামলায় আহত -৪
Next articleমিরপুর কদমতলা বাজারে মালিকবিহীন অবস্থায় হেরোইন উদ্ধার করেছে বিজিবি