সোম ৩ জুলাই অপরাহ্ন ২ ঘটিকায় ঠাকুরগাঁওয়ে জেলা রেজিস্ট্রার হিসেবে যোগদান করেন মো: হেলাল উদ্দিন । জেলা রেজিস্ট্রেশন পরিবার, ঠাকুরগাঁও এর পক্ষ থেকে কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ফুলেল শুভেচছা বিনিময় করেন। ফুলেল
শুভেচছা বিনিময় শেষে অত্র অফিসের সকল কর্মকর্তা কর্মচারীদের সাথে কুশল বিনিময় করেন
নব যোগদানকৃত ঠাকুরগাঁও জেলা রেজিস্ট্রার মো: হেলাল উদ্দিন।
সদ্য যোগদানকারী ঠাকুরগাঁও জেলা রেজিস্ট্রার মোঃ হেলাল উদ্দিন শেরপুর জেলা রেজিস্ট্রার হিসেবে ন্যায় ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি শেরপুর জেলা রেজিস্ট্রার থাকাকালীন সময়ে অত্র অফিস সিসি ক্যামেরা্র আওতায় নিয়ে আসেন, দলিল লেখকগন পাটিতে বসে দলিল লেখার কাজ সম্পন্ন করতেন, এতে অনেক দলিল লেখকের পায়ের সমস্যা দেখা দেয়। স্যারের সু-পরামর্শে সকল দলিল লেখকের সাথে কথা বলে চেয়ার এবং টেবিলের ব্যবস্থা করেন৷
সাধারণ দলিল লেখক থেকে শুরু করে সকলেই স্যারের সাথে যোগাযোগ করতে পারতেন। সাধারণ দলিল লেখকদের সাথে কথা বলে জানা যায়, প্রতি বছর দলিল লেখকদের সনদ নবায়ন করা হতো না। এ বছর নবায়নের সময় কিছু সমস্যা দেখা দেয়, যা সাধারণ দলিল লেখকদের পক্ষে উক্ত সমস্যা সমাধান করা সম্ভব ছিল না, স্যার সর্বোপরি সহযোগিতা করে নবায়ন সম্পন্ন করে দেন বলে জানান সাধারণ দলিল লেখক গন।
শীতকালীন বস্ত্র বিতরণ, করোনাকালীন হতদরিদ্রদের মাঝে
চাউল বিতরণসহ অনেক অবদান রেখে গেছেন শেরপুর জেলা রেজিস্ট্রার মো: হেলাল উদ্দিন।
সকল সাব-রেজিস্ট্রার অফিসের সহকারী, দলিললেখক, নকলনবিশ, স্ট্যাম্প ভেন্ডারসহ জেলা রেজিস্ট্রার অফিসের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তিনি আরও বলেন, সঠিকভাবে আমার দায়িত্ব পালন করার জন্য সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করছি।